নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির বিরুদ্ধে ভাড়াটেদের মামলা

ঠিকানা রিপোর্ট: নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির নিয়ন্ত্রণাধীন ভবনে বসবাসের ভয়াবহ অবস্থার প্রতিকার এবং কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে পুত্রহারা জননী ডায়নে বয়ডসহ শতাধিক ভাড়াটে জড়ো হয়েছিলেন ম্যানহাটন ফেডারেল জাজ উইলিয়াম পলীর আদালতে। বিজ্ঞ বিচারক পলী ভাড়াটেদের যুক্তিযুক্ত অভিযোগগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে শ্রবণ করেন এবং ব্যর্থতার দায়ভারযুক্ত কর্মকর্তা ভিলমা হুয়েরটাসকে চীফ কমপ্লায়েন্স অফিসার নিয়োগ দেয়ার প্রতি কটাক্ষ করেন। বিশেষত পুত্রহারা জননী বয়ডের বর্ণনা শুনে বিজ্ঞ বিচারক পউল হতবিহ্বল হন এবং বয়ডকে অন্যত্র এপার্টমেন্ট প্রদানের নির্দেশ দেন বলে ২ অক্টোবর জানা যায়।
নিউ ইয়র্ক সিটি হাউজিং কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অনিয়মের বর্ণনা করতে গিয়ে অন্যান্য শতাধিক ভাড়াটের সাথে অশ্রুসজল কন্ঠে বয়ড বিজ্ঞ বিচারক পলীকে অবহিত করেন যে সার্ভিলেন্স ক্যামেরাগুলো অকেজো হয়ে পড়া হাউজিং অথরিটির ব্রুকলীনের একটি এপার্টমেন্ট ভবনের লবীতে এক বছর আগে তার পুত্র খুন হয়েছিল। পুত্র খুন হওয়ার অব্যবহিত পর থেকেই ৫১ বছর বয়স্কা বয়ড দুঃসহ মর্মবেদনার খানিকটা লাঘব কল্পে তাকে অন্যত্র স্থানান্তরিত করার জন্য কর্তৃপক্ষের সাথে দেন দরবার করে আসছেন। অথচ অদ্যাবদি সেই দুঃখজনক স্মৃতি অন্তরে চাপা দিয়ে বয়ডকে একই কমপ্লেক্সে বাস করতে এবং একই পথ মাড়াতে হচ্ছে।
উক্ত বিষাদময় ঘটনার বর্ণনা শ্রবণের পর বিচারক পউলী মুষড়ে পড়েন এবং মানবিকতার প্রতি ন্যূনতম মর্যাদা প্রদর্শনের খাতিরে পুত্রহারা জননী বয়ডকে অন্যত্র আবাসনের ব্যবস্থা করে দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন। প্রদত্ত নির্দেশে বিচারক পউলী বলেন, কর্তৃপক্ষকে নির্দেশ দেয়ার এক্তিয়ার আমার আছে কি-নেই তা বড় কথা নয়; মানবিকতার ন্যূনতম সৌন্দর্যবোধের খাতিরে নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির উচিত বয়ডকে কালক্ষেপণ না করে অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করা। পউলী আরও বলেন, মনের উপর পথের চাপা দিয়ে প্রতিদিন বয়ডকে একই লবী ও হল মাড়িয়ে এবং একই ধরনের প্রতিক’লতার সাথে লড়াই করে গৃহে ফিরতে হয়-এ ক্ষেত্রে কোন অজুহাত চলতে পারেনা।
দিনব্যাপী শুনানীতে বিজ্ঞ বিচারক হাউজিং অথরিটির দায়িত্বহীনতা এবং অনিয়মে চরমভাবে হতাশ হয়ে পড়েন এবং সমগ্র ব্যবস্থাপনা ঢেলে সাজানোরও আদেশ দেন। নিউ ইয়র্ক সিটির হাউজিং অথরিটির নানাবিধ অনিয়ম এবং দায়িত্বহীনতার পরিপ্রেক্ষিতে অকেজো সিটি এজেন্সীর বহু দিনে কর্মকর্তা ভিলমা হুয়েরটাসকে চীফ কমপ্লায়েন্স অফিসার নিয়োগ দেয়া হয়। এ প্রসঙ্গে পলী বলেন, অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান দীর্ঘদিনের ব্যর্থতার সাথে জড়িত ব্যক্তিকে চীফ কমপ্লায়েন্স হিসেবে নিয়োগ দিয়েছেন যা রীতিমত হাস্যকর। নিউ ইয়র্ক হাউজিং অথরিটি বস ৮০ বছর বয়স্ক স্টানলী ব্রেজেনফের নিকট বিজ্ঞ বিচারক পউলী এর কারণ জানতে চান। বিজ্ঞ বিচারক পউলী ভাড়াটেগণকে তার আদালতে আহ্বান জানান। কারণ কোর্ট নিযুক্ত মনিটর এবং সিটির পক্ষ থেকে নতুনভাবে বিনিয়োগকৃত ২.২ বিলিয়ন ডলার বিনিয়োগসহ নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি পরিচ্ছন্নের ফেডারেল চুক্তি অনুমোদন করা না করা নির্ধারণের দায়িত্ব বিচারক পউলীর উপর ন্যস্ত।
তাপ এবং গরম জলের সঙ্কট, রাশি রাশি ময়লা-কাদা জমে থাকার ফলে বাসিন্দাদের দীর্ঘস্থায় ব্রঙ্কাটিস বা হাঁফানি ইত্যাদি সমস্যা সম্পর্কে ডজনে ডজনে বাসিন্দা ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখেন। প্রয়োজনীয় মেরামত সম্পর্কিত নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির কিছু সংখ্যক কর্মকর্তার মিথ্যা বলার এবং অভিযোগকারীদের জোরপূর্বক উচ্ছেদের ভীতি প্রদর্শনের বিষয়ও বাসিন্দারা নির্ভয়ে তুলে ধরেন। ম্যানহাটন ফ্রেডারিক ডগলাস হাউজের কার্মেন কুইনোসের উপস্থিতিকে অভিযোগকারীগণ উদ্বাহু বাড়িয়ে স্বাগত জানান। কুইনোসে দাবি করেন যে নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির ম্যানেজমেন্টের ক্রিমিনাল অপরাধের তদন্ত ফেডারেল কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত। বিজ্ঞ বিচারককে উদ্দেশ্য করে কুইনোসে বলেন, হ্যাউজিং অথরিটির কর্মকর্তাগণ অপরাধ করছেন। তাদের কর্মকান্ড খতিয়ে দেখা উচিত এবং তাদেরকে কারাগারে পাঠানোর প্রয়োজন রয়েছে।