ঠিকানা রিপোর্ট: নিউইয়র্ক সিটির দর্শনীয় ঐতিহাসিক স্থান, দৃষ্টিনন্দন পার্ক এবং স্থাপনাগুলো পরিদর্শন করলে পুরুষ শাসিত ও বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার জলজ্যান্ত প্রমাণ মিলে। সিটির অগ্রগতি এবং সমৃদ্ধিতে নারীসমাজ পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিরবচ্ছিন্ন পরিশ্রম করলেও বাস্তবে তাদের অবদান চরমভাবে উপেক্ষিত । সিটির ঐতিহাসিক সেন্ট্রাল পার্ক পরিদর্শন করলে দেখা যায় যে অসংখ্য পুরুষ প্রতিকৃতির পাশে শোভা পাচ্ছে একটিমাত্র নারীর প্রতিকৃতি বা মনুমেন্ট।
এ প্রসঙ্গে ডেপুটী মেয়র এলিসিয়া গ্লেন বলেন, শুধুমাত্র সেন্টার পার্কেই পুরুষের ২২টি ভাস্কর্যের পাশে এলিস ইন ওয়ান্ডারল্যান্ডের শিরোনামের মহিলাদের মাত্র ১টি ভাস্কর্য রয়েছে। গ্লেন বলেন, সেন্টার পার্কের মহিলার ছবিবিশিষ্ট মনুমেন্টটি বাস্তবে কোন মহিলার নয় । তাই আমি এর অবসান ঘটাতে যাচ্ছি।
প্রাপ্ত তথ্যানুসারে পুরুষ শাসিত সমাজব্যবস্থার অবসান ঘটানো এবং বিভিন্ন গোত্রের যশস্বী ও খ্যাতনামা মহিলাদের চিরায়ত অবদানকে চিরস্মরণীয় করার লক্ষে সিটি ১০ মিলিয়ন ডলার ব্যয় সাপেক্ষ একটি পরিকল্পনা গ্রহণ করেছে এবং শী বিল্ট এনওয়াইসি শীর্ষক একটি প্যানেল গঠন করেছে। পরিকল্পনা অনুসারে, নিউ ইয়র্ক সিটির খ্যাতনামা ও প্রথিতযশা পুরুষ ব্যক্তিত্বের পাশাপাশি স্বনামধন্য মহিলাদের স্ট্যাচু ( প্রতিকৃতি) এবং মনুমেন্টও ( ভাস্কর্য স্মারক) স্থাপন করা হবে।
সিটির উন্নয়নে মহিলাদের অবদানের স্বীকৃতি স্বরূপ ও তাদের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন নিশ্চিত করার নিমিত্ত শী বিল্ট এনওয়াইসি প্যানেলের কর্মকর্তাগণ সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন তাদের পছন্দের মহিলাদের নির্বাচিত করতে। ২৩ জুন আরও জানা যায়, সিটি ফার্স্ট লেডী চার্লেনে ম্যাকক্রেইর উপস্থিতিতে ডেপুটী মেয়র এলিসিয়া গ্লেন বলেন, বহু কাঠখড় পোড়ানোর পর অদ্য চ’ড়ান্ত পর্যায়ে আমরা মহিলা সম্প্রদায়ের ন্যায্য প্রাপ্য হিসেবে তাদের ভাস্কর্য ও প্রতিকৃতি ব্রায়ান্ট পার্কের পেডিস্টলে ( বেদীর ন্যায় আকারযুক্ত স্তম্ভমূল) স্থাপনের পথ সুগম করতে যাচ্ছি। লক্ষ্যণীয় যে উক্ত পার্কের পেডিস্টলে আরও ২জন মহিলার ভাস্কর্য রয়েছে। চলতি বছরের শেষ নাগাদ চ’ড়ান্ত পর্যায়ে বাছাইকৃত সম্মানিত মহিলাদের মধ্য থেকে কমপক্ষের একজনের ভাস্কর্য পেডিস্টলে স্থাপনে সিটি ওয়াদাবদ্ধ রয়েছে।
বিভিন্ন জনগোষ্ঠী ও সম্প্রদায়ের জনপ্রিয় মহিলাদের মধ্য থেকে বাছাইকৃত মহিলাদের মনুমেন্টও পরবর্তী পর্যায়ে স্থাপন করা হবে বলে ডেপুটি মেয়র গ্লেন জানিয়েছেন।
লক্ষ্যণীয় যে সমগ্র সিটির পাবলিক মনুমেন্টের ৯০%-তেই পুরুষের প্রতিকৃতি খোদিত। এ প্রসঙ্গে সিটি ফার্স্ট লেডী ম্যাককেই বলেন, নিউ ইয়র্ক সিটিতে অসংখ্য দৃষ্টিনন্দন পার্ক, ঐতিহাসিক মনুমেন্ট এবং চিত্রকলার ভুরি ভুরি নিদর্শন রয়েছে। কিন্তু সিটির ৫ টি বরোতে পদব্রজে চলাচলকারীদের মনকে একটি প্রশ্ন সজোরে নাড়া দেয়। তারা জানতে চান সিটির মহিলাদের কোন মনুমেন্ট নেই কেন কিংবা তাদের অবস্থান কোথায়। বাস্তবে বিষয়টি এমন বার্তাই দিচ্ছে যে নগর উন্নয়ন ও সমৃদ্ধিতে পুরুষের তুলনায় মহিলাদের অবদান নিতান্তই উপেক্ষিত ও গৌণ।
গ্লেন বলেন, সী বিল্ড নিউ ইয়র্ক সিটি শিরোনামের একটি প্যানেল সর্বসাধারণের পক্ষ থেকে ১ আগস্ট পর্যন্ত মহিলা, মহিলাদের দল এবং সিটির উন্নয়নে মহিলাদের তাৎপর্যমন্ডিত অবদান বিষয়ক মহিলাদের ইতিহাস পর্যালোচনা করে পরামর্শ গ্রহণ করবে। নিউ ইয়র্কের বাসিন্দাগণ তাদের পছন্দসই মহিলার নাম ঔমেনডট এনওয়াইসি-তে দাখিল করতে পারবেন। তবে কর্মকর্তাগণ কংগ্রেসে সর্বপ্রথম নির্বাচিত মহিলা শার্লী চিশোলম; ফ্যামিলি প্ল্যানিংয়ের অগ্রদূত মার্গারেট স্যাঙ্গার; লেখিকা এডিথ হোয়ারটন ও জোরা নীলে হার্স্টনের উপর গুরুত্বারোপ করেছেন বলে জানা যায়।