নিরাপত্তা ত্রুটি : ক্রোম ব্রাউজার আপডেটের পরামর্শ গুগলের

ঠিকানা ডেস্ক : বড় ধরনের একটি নিরাপত্তা ত্রুটির কারণে ক্রোম ব্রাউজার আপডেট করার পরামর্শ দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। সাইবার অপরাধীরা জনপ্রিয় এ ব্রাউজারের নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর ফোর্বস।

গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপ ক্রোম ব্রাউজারের এ ত্রুটি শনাক্ত করেছে। বলা হচ্ছে, ক্রোম ব্রাউজারের উইন্ডোজ ৭ চালিত ডিভাইস সংস্করণে ত্রুটি ধরা পড়েছে। যে কারণে ক্রোম ব্যবহারকারীদের উইন্ডোজের হালনাগাদ সংস্করণ উইন্ডোজ ১০ ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

বিশ্বব্যাপী ৬০ শতাংশ ইন্টারনেট গ্রাহক এখন ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন। গুগল ডিভাইসের ডিফল্ট এ ব্রাউজার বিনা মূল্যে ডাউনলোড করা যায়।

বিবৃতিতে গুগল জানিয়েছে, তারা একটি গুরুতর ত্রুটি শনাক্ত করেছে। যত দ্রুত সম্ভব, ক্রোম অ্যাপটি হালনাগাদ করে নিন। কারণ ক্রোম ব্রাউজারের এ ত্রুটি কাজে লাগিয়ে বড় ধরনের সাইবার হামলা চালানো সম্ভব। ক্রোমের এ ত্রুটির মাধ্যমে কম্পিউটারে ম্যালওয়্যার ছড়ানো হতে পারে। ত্রুটি শনাক্তের পর মার্চের ১ তারিখই আপডেট আনার তথ্য জানিয়েছে গুগল। এ ত্রুটির কারণে কারো ব্যক্তিগত তথ্য বেহাত হয়নি বলে জানানো হয়েছে।

ক্রোম হালনাগাদ করতে প্রথমে ব্রাউজার চালু করতে হবে। এরপর ব্রাউজারের ওপরের দিকে ‘ক্লিক মোর’ বাটন চাপলে আপডেট গুগল ক্রোম অপশন মিলবে। সেখানে ক্লিক করে ক্রোম আপডেট করে নেয়া যাবে।