ঠিকানা রিপোর্ট : কংগ্রেসওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ এক আলোচিত নাম। তিনি এবারের নির্বাচনে আবারও অংশ নিচ্ছেন। বর্তমানে তিনি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তিনি নিউইয়র্ক কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট-১৪ (ব্রঙ্কস ও কুইন্স) আসনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে কংগ্রেসের সদস্যপদে লড়ছেন। তাকে ভোট দেওয়ার জন্য নিজ জেলার ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এর আগে নির্বাচিত হয়ে এলাকার অনেক উন্নয়নমূলক কাজ করেছেন।
আগামী ৮ নভেম্বর সাধারণ নির্বাচন ও স্টেটের বিভিন্ন পদে নির্বাচন হচ্ছে। নির্বাচনে গভর্নর পদে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন ক্যাথি হোকুল, ইউনাইটেড স্টেটস সিনেটের সিনেটর পদে চাক শ্যুমার, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল পদে ল্যাটিশিয়া জেমস, কম্প্রোলার পদে টম ডিনাপোলি, লেফটেন্যান্ট গভর্নর পদে অ্যান্থনি ডেলাডো। তাদের সবার ছবিসহ ফ্লায়ার করে ভোটারদের বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে। সব প্রার্থীই এখন ব্যাপক প্রচারণায় ব্যস্ত।
আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ কংগ্রেস থেকে যেসব খাতে বরাদ্দ নিশ্চিত করেছেন, এর মধ্যে রয়েছে ব্রঙ্কসে ভায়োলেন্স কমানোর উদ্দেশ্যে জেকোবি হসপিটালের সহায়তায় স্ট্যান্ড আপ টু ভায়োলেন্স কর্মসূচি, মা ও শিশুর সেবা বৃদ্ধির জন্য এলমহার্স্ট হসপিটালের লেবার ও ডেলিভারি ইউনিটের রেনোভেশন, স্টেট ইউনিভার্সিটি মেরিটাইম ডিপার্টমেন্টের ২০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ, ইউনিয়ন জব ও উইন্ড ইন্ডাস্ট্রির উন্নয়নে সহায়তা প্রভৃতি।
এই নির্বাচনের আগাম ভোট শুরু হয়েছে গত ২৯ অক্টোবর। চলবে ৬ নভেম্বর পর্যন্ত। ২৯ অক্টোবর আগাম ভোট হয় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ৩০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৫টা, ৩১ অক্টোবর সকাল ৭টা থেকে বেলা ৩টা এবং ১ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ২ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত আগাম ভোট নেওয়া হবে। এ ছাড়া ৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৬টা, ৪ নভেম্বর সকাল ৭টা থেকে বেলা ৩টা, ৫ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা এবং ৬ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগাম ভোট গ্রহণ করা হবে। ৮ নভেম্বর সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সরাসরি ভোট গ্রহণ করা হবে।
ইতিমধ্যে এনওয়াইসিভোটস.ওআরআজি থেকে ভোটারদের ভোট-সংক্রান্ত সব ধরনের তথ্য দেওয়া হয়েছে। চালানো হচ্ছে বিভিন্ন প্রচার-প্রচারণা। চাকরি, জননিরাপত্তা, অর্থনীতি, বর্ণবৈষম্যের ন্যায়বিচার, প্রজননগত অধিকার, আগ্নেয়াস্ত্র আইন বিষয়ে সচেতনতা তৈরি ও বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে ‘এখনই ভোট দিন, আগামীকে বদলে দিন’ স্লোগানে প্রচারণা চলছে।