নির্বাচনী প্রচারণায় সরগরম সিলেট

প্রণবকান্তি দেব : সিলেট এখন সিটি নির্বাচন নিয়ে সরগরম। যত দিন ঘনিয়ে আসছে, বাড়ছে নানামুখী আলোচনা। জাতীয়, আন্তর্জাতিক নানা ইস্যুও স্থান পাচ্ছে সিসিকের নির্বাচনী মাঠে। ভোটের হিসেব-নিকেষ ঘিরে বাড়ছে নানা সমীকরণ। এদিকে প্রতীক বরাদ্দের পরপরই সিলেটে প্রার্থীদের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে নগরী। নির্বাচনের জমজমাট প্রচারণায় মুখর চারদিক। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে দিনভর গণসংযোগে ব্যস্ত থাকছেন তাঁরা। ওয়ার্ডে ওয়ার্ডে করছেন মতবিনিময় ও উঠান বৈঠক। নগরের মোট ৪২টি ওয়ার্ডের রাস্তাঘাট ও অলিগলি ছেয়ে গেছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ব্যানার ও পোস্টারে। পাড়া-মহল্লায় তাঁদের সমর্থনে চলছে মাইকিং। গানে, ছন্দে চলছে প্রচারণা। ভোটারদের দিচ্ছেন বিভিন্ন আশ্বাস।
প্রচারণায় অংশ নিতে আসছেন প্রবাসীরাও। নিজ নিজ প্রার্থীর পক্ষে তারাও যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামানের পক্ষে দলীয় নেতাকর্মীরা কাজ করছেন বিভিন্ন ইউনিটে বিভক্ত হয়ে। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুলের পক্ষেও সভা, সমাবেশে অংশ নিচ্ছেন দলের কর্মী-সমর্থকরা। অন্যদিকে, নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ-পরোক্ষভাবে কাজ না করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তারা। গত ৩০ মে মঙ্গলবার এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এ নির্দেশ দেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, ২১ জুন ইভিএমে সিলেট সিটির ভোট অনুষ্ঠিত হবে। মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। নির্বাচনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ২৭৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।