দুই বছর আগেই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের।
গত বছর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসে বলেছিলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও সংগ্রাম নিয়ে চলচ্চিত্র নির্মাণে সম্মত হয়েছে ভারত ও বাংলাদেশ। এই চলচ্চিত্র বাংলাদেশের আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে যাবে।’
ভারতীয় প্রধানমন্ত্রী আরো বলেছিলেন, ২০২০ সালে বঙ্গন্ধুর জন্মশতবার্ষিকীতে মুক্তি পাবে বড় বাজেটের এই ছবি। ছবিটি কে পরিচালনা করবেন এবং কারা অভিনয় করবেন, এতদিনেও তা জানা যায়নি।
১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকীতে জানা গেল নতুন তথ্য, আগামী জাতীয় নির্বাচনের আগেই বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ শুরু হবে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ তথ্য জানান তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনি আরো বলেন, ‘জাতির পিতার নামে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র অনেক আগেই হওয়া দরকার ছিল। এটা এখন সময়ের দাবি। এরই মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্বখ্যাত নির্মাতা ও কলাকুশলীদের নিয়ে নির্মিত হবে এই ছবি।’