ঠিকানা রিপোর্ট: বাংলাদেশী কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট এটর্নী এবং ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ মঈন চৌধুরীর আয়োজনে কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলির সম্মানে এক ফান্ড রেইজিং ডিনারের আয়োজন করা হয়। ফাউ রেইজিং ডিনারটি গত ৬ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মেজবান রেস্টুরেন্টের পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। এটর্নী মঈন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে জোসেফ ক্রাউলি ছাড়াও বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট লিডার জজ ডিকসন, ফান্ড রেইজিং ডিনারের কো- চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক হামিদুজ্জামান, ডা. এনামুল হক, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের এডহক কমিটির চেয়ারম্যান মহসীন ননী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, কম্যুনিটি লিডার নূরুল আমিন বাবু প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেবিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক ও পরিচালক আবুল ফজল দিদারুল ইসলাম, জেবিবিএ’র সাবেক সভাপতি মোহাম্মদ পিয়ার, বিশিষ্ট ব্যবসায়ী হারুণ ভুইয়া, রাফেল তালুকদার, রফিকুল ইসলাম ডালিম, ফিরোজ আলম, মামুন’স টিউটোরিয়ালে প্রেসিডেন্ট শেখ আল মামুন, কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, কম্যুনিটি লিডার সোলায়মান আলী, আবু জাফর মাহমুদ, আহবাব চৌধুরী খোকন প্রমুখ।
কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমেরিকায় বাংলাদেশী কম্যুনিটি দিন দিন শক্তিশালী হচ্ছে এবং আগের তুলনায় বেশি করে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছে। তিনি আগামী মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
তিনি বলেন, ডেমক্র্যাটদের ভোট দিয়ে জয়যুক্ত করলেই ইমিগ্র্যান্ট এবং মুসলিম কম্যুনিটির স্বার্থ রক্ষা হবে। তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। এ ছাড়াও তিনি এটর্নী মঈন চৌধুরীর ভূয়াসী প্রশংসা করেন। বিশেষ করে বাংলাদেশীসহ সাউথ এশিয়ানদের ঐক্যবদ্ধ করার জন্য। তিনি বলেন, এটর্নী মঈন চৌধুরী ভাল কাজ করছেন। তার কাজের স্বীকৃতিও পেয়েছেন। যে কারণে তিনি কুইন্স ডেমক্র্যাটিক দলের ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ হয়েছেন। আগামীতে সিটির যে কোন পদে নির্বাচনও করতে পারেন।
এটর্নী মঈন চৌধুরী অনুষ্ঠান সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।