নির্বাচন কমিশনের সাথে সোসাইটির কর্মকর্তাদের মতবিনিময়

ঠিকানা রিপোর্ট: প্রবাসে বাংলাদেশীদের মাদার সংগঠন হিসাবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচনী পালে হাওয়া লেগেছে। সংবিধান অনুযায়ী বাংলাদেশী সোসাইটির নির্বাচন হওয়ার কথা অক্টোবর মাসে। ইতিমধ্যে নির্বাচনের জন্য সম্ভাব্য দুটো তারিখ নির্ধারণ করা হয়েছে। এই দুটো তারিখ হচ্ছে অক্টোবরের ৭ অথবা ১৪ তারিখ। নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির সাথে নির্বাচন কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীর পরিচালনায় যৌথ সভাটি গত ১৫ এপ্রিল বিকেলে সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনি, কমিশনের সদস্য আব্দুল হাকিম মিয়া, আনোয়ার হোসেন, কাউছারুজ্জামান কয়েস, মোহাম্মদ রুহুল আমিন সরকার ও খোকন মোশাররফ। সোসাইটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি আব্দুল খালেক খায়ের, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, কার্যকরি সদস্য ফারহানা চৌধুরী, মাইনুদ্দিন মাহবুব, সাদী মিন্টু, আজাদ বাকির ও সরোয়ার খান বাবু। মতবিনিময় সভায় সোসাইটির আগামী নির্বাচন কীভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এদিকে সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাবৃন্দ। গত ১৪ এপ্রিল তারা ব্রুকলীনের ফুলটনে যান। সদস্য সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সহ সভাপতি আব্দুল খালেক খায়ের, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূইয়া, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তফা কামাল পাশা বাবুল, সদস্য আজাদ বাকির প্রমুখ।
অন্যদিকে সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থী এবং তাদের নীতিনির্ধারকরা দৌড় ঝাপ শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থী হিসাবে যাদের নাম শুনা যাচ্ছে তারা হচ্ছেন সভাপতি পদে আজিমুর রহমান বোরহান, আব্দুল খালেক খায়ের, কাজী নয়ন, আব্দুর রহিম হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী এবং বর্তমান কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী। বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক জানান, সোসাইটির ভোটার হবার তারিখ আগামী ৩০ জুন।