নিষেধাজ্ঞা আসছে পদ্মা সেতুর ডিজাইন ব্যবহারে

ঢাকা : পদ্মা সেতুর ডিজাইন ব্যবহারে নিষেধাজ্ঞা আসছে। বহুল প্রত্যাশিত এ সেতুর ডিজাইনের প্যাটেন্ট নিবন্ধন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে যে কেউ ইচ্ছে করলেই আর স্বপ্নের এ সেতুর ডিজাইন ব্যবহার করে চটকদার বিজ্ঞাপন দিয়ে ফায়দা লুটতে পারবে না। এ ব্যাপারে শিগগিরই সরকারের তরফ থেকে নির্দেশনা জারি করা হবে। সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের নেতৃত্বে গেল রোববার অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ ব্যাপারে সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমরা প্যাটেন্ট নিবন্ধন করার সিদ্ধান্ত নিয়েছি। এটা অবশ্য এমনিতেই করতে হতো। তবে এখন এটি জোর দেওয়া হচ্ছে।

কারণ, পদ্মা সেতুর ডিজাইন ব্যবহার করে কেউ যাতে ফায়দা না লুটতে পারে। এরই মধ্যে এ ব্যাপারে পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে যারা নিয়োজিত, তাদের নিদের্শনা দেওয়া হয়েছে। সূত্রে জানা গেছে, সম্প্রতি সময়ে লক্ষ্য করা গেছে পদ্মা সেতুর ডিজাইন ব্যবহার করে অনেকেই চটকদার বিজ্ঞাপন তৈরি করছে। অনেক ক্ষেত্রে সেতুর কাজে জড়িত না থেকেও এসব বিজ্ঞাপনে নিজেদের গুণ গাইছে। আবার অনেকেই সেতুর মূল অবকাঠামো নিজেদের কোম্পানির সিমেন্ট বা স্টিল দিয়ে তৈরি বলে বিজ্ঞাপন বানাচ্ছে। শুধু তাই নয়, সেতুর পাইলিং নিয়েও প্রতারণা করা চেষ্টা করা হচ্ছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন, অনেকেই প্রতারিত হচ্ছেন।

এ বিষয়ে ফাস্ট ট্র্যাকের অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, এ সেতু বাংলাদেশের গর্বের সেতু। পদ্মা সেতু বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ¦ল করেছে। কিন্তু এ সেতুকে ব্যবহার করতে চাইছে কিছু শ্রেণীর ব্যবসায়ী। এটি হতে দেওয়া যাবে না। তাই ভবিষ্যতে যাতে স্বপ্নের সেতু ব্যবহার করে কেউ যাতে ফায়দা না লুটতে পারে এবং মানুষকে প্রতারিত করতে না পারে, সেজন্য এর ডিজাইন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে।

এজন্য ডিজাইনের প্যাটেন্ট নিবন্ধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এরই মধ্যে সংশ্লিষ্টদের নিন্দেশনা দেওয়া হয়েছে। আগামী মাসে নিবন্ধনের কাগজপত্র পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। তাই শিগগিরই নির্দেশনা কার্যকর করা সম্ভব হবে। ডিজাইনের প্যাটেন্ট নিবন্ধিত হলে দেশে পদ্মা সেতু নিয়ে বিজ্ঞাপন প্রচারসহ এ ধরনের সেতুর নকশা ব্যবহার করতে পারবে না। তবে বিশেষ প্রয়োজনে সেতু বিভাগের অনুমতি নিয়ে ডিজাইন ব্যবহার করা যাবে। দেওয়া যাবে বিজ্ঞাপন।

বিষয়গুলো উল্লেখ করে শিগগিরই জনগণের জন্য নোটিশ জারি করা হতে পারে। পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এ ব্যাপারে বিজ্ঞাপনও প্রচার করা হবে। সেতু বিভাগ আশা করছে, এতে বিভ্রান্তি দূর হবে। ফায়দা লুটও বন্ধ হবে।