নিয়ম মেনেই মা হয়েছেন নয়নতারা, জবাব দিলেন সরকারকে

ঠিকানা অনলাইন : প্রেম করে ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে গত ৯ জুন বিয়ে করেছিলেন ভারতের দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ও পরিচালক ভিগনেশ শিভান। বিয়ের চার মাসের মাথায় পান সুসংবাদ। তাদের কোলজুড়ে এসেছে যমজ সন্তান।

সুখবর দেয়ার পরপরই নতুন করে সমস্যার জন্ম নেয়। কারণ, সারোগেসি একটি আইন জারি হয়েছে দেশটিতে। আইন অনুসারে, টাকার বিনিময়ে গর্ভ ভাড়া নেয়ার (সারোগেসি) বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে। একমাত্র নির্দিষ্ট কিছু শর্তেই কোন দম্পতি সারোগেসি সাহায্য নিতে পারেন। আর তাই নয়নতারা-ভিগনেশের সারোগেসির মাধ্যমে বাবা-মা হওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

বিষয়টি নিয়ে তারকা দম্পতির কাছে জবাবদিহি চায় তামিলনাড়ু সরকারের স্বাস্থ্য দফতর। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম এ বিষয়ে বলেছিলেন, বিষয়টি নিয়ে নয়নতারা ও ভিগনেশের কাছে জানতে চাওয়া হবে।

এবার তারই জবাব দিলেন এই তারকা দম্পতি। নয়নতারা-ভিগনেশ জানান, তারা কোন আইন ভাঙেননি। ৬ বছর আগেই তাদের আইনি বিয়ে হয়েছিল। তাই কোনভাবেই দেশের সারোগেসি আইনের বিরুদ্ধে গিয়ে তারা কোন কাজ করেননি। প্রমাণসহ রাজ্য সরকারকে জানিয়েও দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য দফতরের কাছে এফিডেভিট দিয়ে নয়নতারা ও ভিগনেশ জানিয়েছেন, এ বছর জুন মাসে তাদের সামাজিক বিয়ের অনুষ্ঠান হলেও রেজিস্ট্রেশন হয়েছিল ৬ বছর আগে। এফিডেভিটের সঙ্গে রাজ্যসরকারের কাছে বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেটও জমা দিয়েছেন তারকা দম্পতি। জানিয়েছেন তাদের সন্তানের সারোগেট মাদার তাদেরই ঘনিষ্ঠ আত্মীয়। যার বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে। তাই তারা আইনের বাইরে যাননি।

উল্লেখ্য, গত ৯ জুন তামিলনাড়ুর মহাবলীপুরমে একটি পাঁচতারকা হোটেলে ভিগনেশের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নয়নতারা। সেই বিয়ের আসরে হাজির ছিলেন রজনীকান্ত থেকে শুরু করে শাহরুখ খান। ৯ অক্টোবর এক টুইট বার্তায় সকলকে চমকে দিয়ে যমজ সন্তান হওয়ার সুখবর শেয়ার করেন এই দম্পতি। টুইটে ছবিও শেয়ার করেন তারা। ছবিতে দুই সন্তানের ছোট্ট পায়ে চুমু খেতে দেখা গেছে তাদের।

ঠিকানা/এসআর