নীনা আহমদের কৃতজ্ঞতা

ঠিকানা রিপোর্ট: ডেমক্র্যাটিক দলের প্রাইমারীতে পেনসিলভেনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদের অন্যতম প্রতিদ্বন্দ্বী নীনা আহমেদ ভোটার, দলীয় কর্মী, স্বেচ্ছাসেবক এবং শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিজ দলীয় প্রার্থী জন ফেটারম্যানের সাথে ন্যূনতম ভোটের ব্যবধানে পরাজিত হলেও নীনা আহমেদ উক্ত নির্বাচনে একজন প্রভাবশালী ডেমক্র্যাট এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন।

নভেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে তিনি ডেমক্র্যাটিক দলীয় গভর্নর পদপ্রার্থী ওলফ এবং লেফটেন্যান্ট গভর্নর পদপ্রার্থী জন ফেটারম্যানের সাফল্য ও ডেমক্র্যাটিক দলের উত্তরোত্তর সাফল্যও কামনা করেছেন। কমিউনিটির যে সকল নিবেদিত প্রাণ কর্মী ও শুভাকাঙ্খী তার নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদের প্রতিও নীনা আহমেদ বিশেষ কৃতজ্ঞতা জানান।