নীলফামারীর সৈয়দপুরে নৈশকোচ (বাস) ও পিকআপের সংঘর্ষে ৯জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
রোববারর (১৭ জুন) দিবাগত রাত পৌনে ১০টার দিকে সৈয়দপুর শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মোড়ের অদূরে আহমেদ প্লাইউড ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারী সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের নতিবাড়ী কাঞ্চন পাড়ার রুবেল আহমেদ, রাব্বী হোসেন, সাজেদুল ইসলাম ও খায়রুল ইসলাম, আরজী দলুয়া পাড়ার ময়নুল হক, ডালিম চন্দ্র ও শামীম হোসেন এবং ধোপা ডাঙ্গা পাড়ার বিধান চন্দ্র। এদের লাশ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সূত্র জানায়, সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের ২৭ যুবক পিকআপ ভ্যানে ঈদের আনন্দ করতে দিনাজপুরের স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রে বেড়াতে যান। রাতে ফেরার পথে সৈয়দপুর শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মোড়ের অদূরে আহমেদ প্লাইউড ফ্যাক্টরির সামনে পেছন দিক থেকে একটি ঢাকাগামী নৈশকোচ পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা যুবকরা রাস্তায় ছিটকে পড়লে কোচটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ৮ যুবক নিহত হন।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাত আরো ১ যুবক মারা যান। এ ঘটনায় আহত হন ১৫ জন। গুরুতর আহতের মধ্যে সৈয়দপুর হাসপাতালে ৪ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জনকে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রাহীম জানান, হতাহতদের পরিবারকে সকল প্রকার সহযোগিতা দেয়া হবে।