নীলার নৃত্যানুষ্ঠান ৬ নভেম্বর

ঠিকানা রিপোর্ট : অষ্টনায়িকা নাট্যশাস্ত্র অবলম্বনে নৃত্যনাট্যে নায়িকা উপ্যাখ্যান কুচিপুড়ী ধারায় একক ধ্রুপদি নৃত্য পরিবেশন করবেন নীলা জেরীন। সংগীত করবে কর্ণাটক সংগীত ও বাদ্যযন্ত্র শিল্পীদল। নীলার নৃত্যানুষ্ঠান এই অনুষ্ঠান হবে আগামী ৬ নভেম্বর রোববার বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত কুইন্স থিয়েটার-দ্য স্টুডিও হলে। টিকিট বিক্রি করা হচ্ছে আগে থেকেই। টিকিট অগ্রিম নিলে ১৫ ডলার আর অনুষ্ঠানের দিন ২০ ডলার।
নীলা ডান্স একাডেমি ইনকের উদ্যোগে এটি হবে। অনুষ্ঠানের জন্য কুইন্স আর্টস ফান্ড গ্র্যান্ট এসেছে কুইন্স কাউন্সিল অন দ্য আর্টস থেকে। যারা নীলা জেরীনের সঙ্গে যোগাযোগ করতে চান, তারা ফোন-ইমেইল ছাড়াও ফেসবুক-ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারবেন।
নীলা জেরিন নাচের অনুশীলন করছেন প্রায় ৩০ বছর। দেশে বাবার বাড়ি চট্টগ্রাম ও মায়ের বাড়ি যশোরে। এখানে তিনি তার বাবা-মা ও ভাইয়ের সঙ্গে থাকেন। কমিউনিটিতে ২০০৫ সাল থেকে নৃত্য প্রশিক্ষণ দিয়ে আসছেন। আনুষ্ঠানিকভাবে স্কুল প্রতিষ্ঠা করেন ২০১৪ সালে।
নাট্যশাস্ত্র একটি গ্রন্থ। সেখানে ভারতবর্ষের পারফর্মিং আর্টসের বিভিন্ন বর্ণনা আছে। সেই নিয়মাবলি অবলম্বন করে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্টাইলের নাচ ও থিয়েটারের উৎপত্তি হয়। নাট্যশাস্ত্র গ্রন্থে অষ্টনায়িকা (একজন নারীর আট রকমের রূপ)। আটটি নায়িকার ভাব। এই ভাব নাচ ও অভিনয়ের মাধ্যমে তুলে ধরবেন। তিনি নৃত্যশিল্পী হিসেবে অনুদান পেয়েছেন। এই অনুদানের অর্থায়নে অনুষ্ঠানটি করা হচ্ছে।