নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নৃত্য পরিচালক মাসুম বাবুল। ৬ মার্চ সোমবার সন্ধ্যা ছয়টায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চিত্র পরিচালক শাহিন সুমন।

এক বছরেরও বেশি সময় ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত তিনি। মাঝে ভারতে গিয়ে কেমোথেরাপি নিয়ে কিছুদিন শারীরিক অবস্থার উন্নতি হলেও নতুন করে ফের মাথাচাড়া দেয় ঘাতকব্যাধি ক্যানসার।

ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে যখন তিনি হিমশিম খাচ্ছিলেন, তখন তাকে অর্থ সাহায্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তার পাশে দাঁড়িয়েছিলেন শিল্পপতি কাদির মোল্লা।

মাসুম বাবুল ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘দোলা’, ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কি জাদু করিলা’ এবং ২০১৮ সালের ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের জন্য তিনবার শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন।

এ ছাড়া তিনি ১৯৮৯ সালের সুপারহিট চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোসনা’ ও ২০০৬ সালের ‘কোটি টাকার কাবিন’ এবং ১৯৯৪ সালের ‘বিক্ষোভ’ চলচ্চিত্রের জন্য বিশেষভাবে পরিচিত। শাবানা থেকে শাবনূর, নানা প্রজন্মের নায়িকাই তার নির্দেশনায় কাজ করেছেন।

ঠিকানা/এনআই