ঠিকানা অনলাইন : সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে পাকিস্তান ও নেদারল্যান্ডস দল দুটির কাছে ম্যাচটি ছিল ‘মাস্ট উইন গেম’। শেষ পর্যন্ত টিকে গেল পাকিস্তান। পার্থে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে সেমির আশা এখনো বাঁচিয়ে রাখল বাবর আজমের দল। আর প্রতিযোগিতা থেকে ছিটকে গেল নেদারল্যান্ডস।
৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের উদ্বোধনী জুটি দ্রুতই ভেঙে যায়। রোয়েলফ ফন ডার মারউইর ডিরেক্ট থ্রোতে রান আউটে কাটা পড়েন বাবর। এবারের বিশ্বকাপে এখনো দুই অঙ্ক ছুঁতে পারেননি পাকিস্তানের অধিনায়ক। ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর ক্রিজে আসেন ফখর জামান। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ান-ফখর করেছেন ৩১ বলে ৩৭ রানের জুটি। ফখরকে স্কট এডওয়ার্ডসের বলে কট বিহাইন্ড করে এই জুটি ভেঙে দেন ব্রেন্ডন গ্লোভার। ১৬ বলে ২০ রান করেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার।
ফখরের বিদায়ের পর উইকেটে আসেন শান মাসুদ। তৃতীয় উইকেটজুটিতে মাসুদ-রিজওয়ানের কাছে অবশ্য ম্যাচ শেষ করে আসার সুযোগ ছিল। তবে রিজওয়ানকে কট বিহাইন্ড করে ৩০ রানের জুটি ভেঙে দেন পল ফন মিকেরেন। এরপর জয় থেকে এক রান বাকি থাকতে ড্রেসিংরুমের পথ ধরেন শান মাসুদ। বাকি আনুষ্ঠানিকতা সারেন শাদাব খান। ১৪তম ওভারের পঞ্চম বলে গ্লোভারকে চার মেরে পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান শাদাব।
পাকিস্তানিদের মধ্যে সর্বোচ্চ ইনিংস খেলেছেন মোহাম্মদ রিজওয়ান। ৩৯ বলে ৪৯ রান করেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার। ডাচদের মধ্যে দুটো উইকেট নিয়েছেন গ্লোভার। ম্যাচসেরা হয়েছেন শাদাব। ৪ ওভার বোলিং করে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন পাকিস্তানের এই লেগ স্পিনার।
৩০ অক্টোবর রোববার নেদারল্যান্ডস টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। পুরো ২০ ওভার খেলেও নেদারল্যান্ডস শতরান করতে পারেনি। ৯ উইকেট হারিয়ে ৯১ রানে থেমেছে নেদারল্যান্ডসের ইনিংস। কলিন অ্যাকারম্যান সর্বোচ্চ ২৭ বলে ২৭ রান সংগ্রহ করেন। নেদারল্যান্ডসের ইনিংসে কোনো ছক্কা ছিল না।
ঠিকানা/এনআই