নেদারল্যান্ডসে ট্রামে সন্ত্রাসীর গুলিতে নিহত তিন

বিশ্বচরাচর ডেস্ক : নেদারল্যান্ডসের ইউট্রেট শহরে একটি যাত্রীবাহী ট্রামে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে তিনজন নিহত ও ৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গত ১৮ মার্চ সকাল পৌনে ১১টায় টোয়েন্টিফোর অক্টোবরপ্লেইন জংশনের কাছে ওই হামলায় হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন শহরটির মেয়র। এটি সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির পুলিশ।
এ দিকে এ হামলায় সন্দেহভাজন হিসেবে তুর্কি বংশোদ্ভূত ৩৭ বছর বয়সী গোকম্যান তানিস নামে এক ব্যক্তিকে খুঁজছে ইউট্রেট পুলিশ। সন্দেহভাজন ওই ব্যক্তির সিসিটিভির একটি ছবি দিয়ে তাকে দেখতে পেলে যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ।

দেশটির সন্ত্রাস দমন বিভাগের সমন্বয়কারী পিয়েটার-জাপ আলবার্সবার্গ এক বিবৃতিতে বলেছেন, ইউট্রেট নগরীতে অস্থায়ীভাবে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কোনো কিছুই এখনও স্পষ্ট নয়। ট্রাম ছাড়াও আরও কয়েকটি স্থানে হামলার কথাও জানান তিনি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। পুলিশের মুখপাত্র বার্নহার্ড জেন্স জানিয়েছেন, ট্রামের ভেতর গুলি করার পর বন্দুকধারী গাড়ি নিয়ে পালিয়ে যায়। তাকে এখনও আটক করা সম্ভব হয়নি। যত দ্রুত সম্ভব আমরা ওই ব্যক্তিকে গ্রেফতার করতে চাই।দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনওএসকে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একজন আহত নারীকে দেখেছেন। তার হাতে এবং কাপড়ে রক্ত ছিল। পরে তিনি আহত ওই নারীকে তার গাড়িতে নিয়ে যান। যখন পুলিশ ঘটনাস্থলে আসে তখন তার জ্ঞান ছিল না। হামলার পরপরই সারাদেশের মসজিদ, স্কুল ও পরিবহনের কেন্দ্রস্থলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার কারণে স্থানীয় প্রশাসন নগরীতে সব ধরনের ট্রেন ও ট্রাম চলাচল বন্ধ করে দিয়েছে। বিদ্যালয়গুলোর সদর দরজা বন্ধ রাখার নিন্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট।