নোবেল সাহিত্য কমিটির তিন সদস্যের পদত্যাগ

বিশ্বচরাচর ডেস্ক : নোবেল সাহিত্য পুরস্কার কমিটির তিনজন সদস্য গত ৬ এপ্রিল পদত্যাগ করেছেন। নোবেল পুরস্কার প্রদানকারী সুইডিশ একাডেমির সঙ্গে একজন যৌন নিপীড়কের সম্পর্কের খবরকে কেন্দ্র করে এ পদত্যাগের ঘটনা ঘটল।
পদত্যাগকারীরা হলেন ক্লাস ওস্টেরগ্রেন, পিটার ইংলুন্ড ও জেল অ্যাস্পমার্ক। তারা আজীবনকালীন সদস্য ছিলেন।
গত নভেম্বরে সুইডেনের ড্যাজেনস নাইহিটার পত্রিকায় যৌন নিপীড়ন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয়, একাডেমির অনেক সদস্য, সদস্যের স্ত্রী-কন্যা স্টকহোমের সাংস্কৃতিক অঙ্গনের নেতৃস্থানীয় এক ব্যক্তির যৌন নিগ্রহের শিকার হয়েছেন। ১৮ নারী সাক্ষ্যের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, তারা ধর্ষণ কিংবা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনাগুলো ১৯৯৬ সাল থেকে ২০১৭ সালের মধ্যে সংঘটিত হয়েছে। একাডেমির সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক ছিন্ন করা হলেও তার পরিচয় প্রকাশ করা হয়নি।
পদত্যাগকারীদের একজন পিটার ইংলুন্ড বলেন, ওই কলঙ্ক সুইডিশ সাহিত্য অঙ্গনকে বিভক্ত করেছে। নোবেল ফাউন্ডেশনের মহাপরিচালক লার্স হেইকেনস্টেন ‘গুরুতর ও কঠিন পরিস্থিতি’ মন্তব্য করে উদ্বেগ প্রকাশ করেছেন। পদত্যাগকারীরা স্টকহোমের একটি রেস্টুরেন্টে গত ৫ এপ্রিল বৈঠক করে নোবেল কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
অ্যাস্পমার্ক চিঠিতে গণমাধ্যকে বলেন, ‘এটি খুবই কষ্টের বিষয় যে একাডেমিতে ৩৬ বছর কাজ করার পর পদত্যাগ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। যখন একাডেমির বিশিষ্ট সদস্যরা দায়িত্ব ও সততা থেকে সরে যান, তখন আমি আর তাদের সঙ্গে কাজ করতে পারি না।’ প্রসঙ্গত, অভিযুক্ত ব্যক্তির বিষয়ে প্রথম যৌন নির্যাতনের প্রতিবাদ মি টু প্রচারণায় উঠে আসে। সূত্র : এএফপি।