নোয়াখালি সোসাইটির ইফতার মাহফিল

ঠিকানা রিপোর্ট: প্রবাসের অন্যতম বৃহৎ সংগঠন বৃহত্তর নোয়াখালি সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল গত ২০ মে ব্রুকলীনস্থ নোয়খালি ভবনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি রব মিয়া এবং সাধারণ সম্পাদক জাহিদ মিন্টুর পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে নোয়াখালি ছাড়াও বাংলাদেশী কম্যুনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যাদের মধ্যে ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাজী মফিজুর রহমান, সদস্য খোকন মোশাররফ, রফিকুল ইসলাম ভুইয়া, আবু নাসের, উপদেষ্টা হাজী শফিউল্যাহ, শাহ নাসের স্বপন, সোসাইটির কার্যকরি সদস্য সাদী মিন্টু, আজাদ বাকের, কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি আব্দুল মালেক, বেগমগঞ্জ সমিতির সভাপতি সাইদুল হক, সাধারণ সম্পাদক মহিউদ্দিন।

দাগনভূইয়া সমিতির সাধারণ সম্পাদক শামীম মাহমুদ, রায়পুর সমিতির সভাপতি এস এম আমানত, চাটখিল সমিতির সভাপতি মাহবুব, আবুল কালামসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার ও দোয়া মাহফিলে লোকজনের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের কারণে ভবন ছেড়ে অনেকেই ভবনের সামনে সাইডওয়াকে অবস্থান নেন।
ইফতার ও দোয়া মাহফিলকে সফল এবং সার্থক করার জন্য সভাপতি রব মিয়া সবাইকে ধন্যবাদ জানান।


সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমেরিকায় আসার পথে নোয়াখালির যে দুই জন মর্মান্তিকভাবে নিহত হয়েছে তাদের লাশ পাঠানোর ব্যাপারে সমিতি দায়িত্ব নিয়েছে। তিনি বলেন, ইতিমধ্যেই আমরা তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছি।