পটুয়াখালীতে বিএনপি নেতা আলতাফ চৌধুরীর গাড়িবহরে হামলা

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিএনপির কর্মসূচিতে যাওয়ার পথে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা করেছে দুর্বৃত্তরা।

৮ এপ্রিল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সুবিদখালী বন্দর এলাকার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

হামলায় মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা বেগমসহ তিনজন আহত হয়েছেন। আহত অন্যরা হলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল মৃধা এবং মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য মো. আল-আমিন। তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর হাসিনা বেগম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু বলেন, উপজেলা সদরের সুবিদখালীতে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলী এলাকা থেকে নেতাকর্মীরা যাচ্ছিলেন। সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড় এলাকায় আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা করে দুর্বৃত্তরা। হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস ভাঙচুর করে।

মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, অনুষ্ঠানস্থলে হামলার কোনো ঘটনা ঘটেনি। পথে কে বা কারা একটি মাইক্রোবাসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঠিকানা/এনআই