ঠিকানা অনলাইন : অবশেষে পদত্যাগ করলেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বোর্ড সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। অনাস্থা ভোটের জন্য অপেক্ষা না করে নিজে থেকেই সরে গেলেন তিনি। শুধু বার্তোমেউই নন, তার সঙ্গে কাজ করা পরিচালকেরাও বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন।
স্পেনের সময় ২৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় বোর্ড মিটিংয়ের পর পদত্যাগ করেন বার্তোমেউ। এ খবর জানিয়েছে ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম।
এক মৌসুমে দুবার কোচ বদল, লিওনেল মেসির ট্রান্সফার ঠেকিয়ে দেওয়া, ট্রফিলেস ২০১৯-২০ মৌসুম, অদূরদর্শী ট্রান্সফার, ক্লাবের বেসামাল অর্থনীতি, অভ্যন্তরীণ সমস্যাসহ নানা জটিলতায় গত কয়েক বছরে তিনি বার্সেলোনার বিষফোড়ায় পরিণত হন। মেসি ক্লাব ছাড়ার ঘোষণা দিলে বার্তোমেউর বিরুদ্ধে রাস্তায় নামেন বার্সা ভক্তরা। মূলত মেসির করা কড়া সমালোচনাই নাড়িয়ে দিয়েছিল সভাপতির চেয়ার। সমালোচনা করেছিলেন ক্লাবের অভিজ্ঞ ফুটবলার জেরার্ড পিকেও।
এমনকি বার্তোমেউর বিরুদ্ধে অনাস্থা ভোটও সংগ্রহ করছিলেন আগামী নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীরা। এমন নানামুখী চাপে পড়ে শেষ পর্যন্ত নিজেই ছেড়ে দিলেন কাতালান ক্লাবটির সভাপতির পদ।
উদ্ভূত পরিস্থিতিতে নতুন সভাপতি নিয়োগে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন এক্সিকিউটিভ বোর্ড নিয়োগের আগে সাময়িকভাবে একটি ম্যানেজমেন্ট বোর্ডকে দায়িত্ব দেওয়া হবে। তারাই ক্লাবের দৈনন্দিন কাজ দেখভাল করবে।
২০১৪ সালে ক্লাব সভাপতির দায়িত্ব পান বার্তোমেউ। কিন্তু তার মেয়াদ শেষ হওয়ার আগেই ক্লাবের ২০ হাজার সদস্য অনাস্থা ভোট আয়োজন করার সিদ্ধান্ত নেন। আগামী রোববার ও সোমবার সেই ভোট হওয়ার কথা ছিল। তার আগেই নিজের অধ্যায়ের ইতি টানলেন বার্তোমেউ।
নতুন মৌসুম শুরুর আগেই ক্লাব ছাড়ার তীব্র ইচ্ছার কথা জানিয়েছিলেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। কিন্তু চুক্তির নানা শর্ত বের করে তাকে আটকে দেয় বার্সা টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে, ক্লাবের প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ রীতিমতো মেসির মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যান।
ঠিকানা/এনআই