পদ্মা ইয়োলো সোসাইটির সভা

নিউ ইয়র্ক: গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৮টায় সংগঠনের সভাপতি শেখ মো. ফারুকুল ইসলামের সভাপতিত্বে এবং সুব্রত পালের উপস্থাপনায় উডসাইডের একটি বাসায় অনুষ্ঠিত হয় প্রবাসের পেশাভিত্তিক অন্যতম সংগঠনÑ পদ্মা ইয়েলো সোসাইটির কার্যকরী কমিটির সভা ।
সভার শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক রজত কুমার নাগ গত সাধারণ সভায় বর্তমান কমিটির কার্যক্রমে সবাই খুশি হয়ে পুনরায় আগামী দুই বছরের জন্য এই কমিটিকে পুনরায় দায়িত্ব অর্পণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
এরপর সংগঠনের কোষাধ্যক্ষ বাবুল সাহা বর্তমান কমিটির পিকনিকসহ সব আয়-ব্যয়ের র্প্ণূাঙ্গ হিসাব প্রদান এবং সদস্যদের চাঁদার একটি তালিকা সবার কাছে পৌছে দেন। তিনি সবাইকে গত ছয় মাসের উপরে যাদের চাঁদা বকেয়া আছে অতিসত্বর পরিশোধ করার জন্য অনুরোধ জানান। সর্বসম্মতিক্রমে ছয় মাসের উপরের সব বকেয়া পরিশোধ না করলে সংগঠনের সব ধরণের সাহায্য ও সহযোগিতা থেকে তারা বঞ্চিত হবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়।

সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সংগঠনের সিনিয়র সভাপতি আকমানউজ্জামান শেখ, সহ-সভাপতি হারুন খান, সাবেক সভাপতি জাসীব আলম ও তানভীর চৌধুরী অপু, ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেন বাবু, উপদেষ্টামন্ডলীর জুবায়ের হোসেন, নজরুল ইসলাম ও আব্দুস সাত্তার প্রমুখ। সংগঠনটি বর্তমানে যেভাবে সবার সাহায্য-সহযোগিতায় এগিয়ে চলেছে, এ ধারা অব্যাহত রাখার জন্য সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
পরিশেষে সভাপতি শেখ মো. ফারুকুল ইসলাম তার সমাপনী বক্তব্যে এ কমিটিকে পুনরায় নির্বাচিত করার জন্য সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার সর্বাত্মক সাহায্য ও সহযোগিতায় বর্তমানে সংগঠনটি একটি সুন্দর গতিতে এগিয়ে চলছে। তিনি সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে সবার সাথে আলাপ-আলোচনা করেন এবং সংগঠনটিকে আরও সুন্দর ও গতিশীল করার জন্য সবার সাহায্য-সহযোগিতা কামনা করেন। এছাড়াও নতুন সদস্য সংগ্রহের জন্য সবার আন্তরিকতা কামনা করেন।
আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী ও উপদেষ্টা কমিটির তালিকা প্রকাশ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।