ঠিকানা রিপোর্ট : ধর্মীয় ভাবগাম্ভীর্যে যুক্তরাষ্ট্রে ৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হয়েছে। ইবাদত বন্দেগিতে রাত পার করছেন মুসল্লিরা। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তায়ালা।‘লাইলাতুল বরাত’, অর্থাৎ সৌভাগ্যের রাত। হাদিসের ভাষ্য অনুযায়ী, আল্লাহ এই রাতে তাঁর বান্দাদের গুনহা (অপরাধ) মাফ (ক্ষমা) করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। তাই শবে বরাত থেকেই আসন্ন রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। আরবি দিনপঞ্জিকা অনুসারে, শাবান মাসের পরে আসে রমজান মাস। মহিমান্বিত এই রজনীতে নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা কুইন্স, ব্রঙ্কস, ব্রুকলিনসহ বিভিন্ন মসজিদগুলোতে নেয়া হয় নানা উদ্যোগ। এসব কর্মসূচির মধ্যে ছিলো খতমে কোরআন, ওয়াজ, মিলাদ শরীফ, ব্যক্তিগত এবাদত, জিকির, বিশেষ মোনাজাত, তবারুক বিতরণ, সেহরি। নিজ বাসায় ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত এবং জিকিরে মগ্ন ছিলেন। অতীতের পাপ অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। একই সঙ্গে তারা ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেছেন। এশার নামাজের পর থেকে মসজিদে অনেক মুসল্লি রাত জেগে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াতসহ দোয়া মাহফিলে অংশ নেন। মসজিদে ‘পবিত্র শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ-প্রবাস ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। পরদিন অনেকেই রোজা রাখেন।
