পবিত্র শবে বরাত ৩০ এপ্রিল

ঠিকানা রিপোর্ট: আগামী ৩০ এপ্রিল দিবাগত রাতে পবিত্র লায়লাতুল বরাত অর্থাৎ ভাগ্য রজনী। এই মহিমান্বিত রজনীতে আল্লাহ পাক সকল মানব সম্প্রদায়ের ভাগ্য নির্ধারণ করে থাকেন। এই রজনীতে বিশ্ব মুসলিম সম্প্রদায় সারা রাত জেগে ইবাদত- বন্দেগী করে থাকেন। পবিত্র শবে বরাত উপলক্ষে নিউইয়র্কসহ উত্তর আমেরিকার বিভিন্ন মসজিদে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, জিকির- আজকর, কোরআন খতম ও কবর জিয়ারত। পবিত্র শবে বরাত উপলক্ষে এস্টোরিয়ার আল আমিন মসজিদে বিশেষ আয়োজন করা হয়েছে। সারা রাতব্যাপী ওয়াজ মাহফিল ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হবে বাদ মাগরিব এবং চলবে ফজরের নামাজ পর্যন্ত। আল আমিন মসজিদসহ অন্যান্য মসজিদের পক্ষ থেকে একই ধরনের কর্মসূচি নেয়া হয়েছে।