ঠিকানা অনলাইন : ‘দামাল’ এর প্রথম গান মুক্তি পেয়েছে সোমবার সন্ধ্যায়। যা প্রকাশিত হওয়ার পর থেকেই মানুষের মুখে মুখে। সামাজিক যোগাযোগ এর বিভিন্ন প্লাটফর্মে ইতোমধ্যে সাড়া ফেলেছে ফোক সম্রাজ্ঞী মমতাজের কণ্ঠে ‘ঘুরঘুর পোকা’ গানটি।
তবে গানটি দেখে নিজের প্রশান্তির কথা জানাচ্ছেন ‘পরাণ’ এর দর্শক! কীভাবে? রায়হান রাফীর সবচেয়ে আলোচিত সিনেমা ‘পরাণ’ এ জুটি বেঁধে অভিনয় করেছেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। রোমান ও অনন্যার চরিত্রে অভিনয় করেছেন তারা। সেই ছবিতে তাদের প্রেম, খুনসুটি মনে ধরেছে দর্শকের। সেই সঙ্গে তাদের করুণ বিচ্ছেদে কষ্টও পেয়েছেন দর্শক! তবে ‘দামাল’ এ এই জুটির মিলনের ইঙ্গিত খুঁজে পেয়ে কিছুটা উচ্ছ্বসিত তারা। দর্শক বলছেন, ‘পরাণ’ এর আক্ষেপ ঘুচতে যাচ্ছে ‘দামাল’ এ!
তেমন আভাস যেনো আরও উস্কে দিলো ‘দামাল’ এর প্রথম গান। সদ্য প্রকাশিত গানটিতে কবুল পড়ে রাজ-মিমের বিয়ের দৃশ্যও দেখা যায়। যা দেখে দর্শক মন্তব্য করেছেন, ‘পরাণে একটা আফসোস ছিল, রোমান অনন্যার বিয়েটা হয়নি। অবশেষে দামালে তাদের বিয়েটা হয়েছে। শান্তি লাগছে।’
আরাফাত মহসিনের সুর-সংগীতে দামাল এর এই গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ। গানের চিত্রায়ণে দেখা গেছে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমকে। বিয়ের দৃশ্য দিয়েই মূলত ফুটবল অন্তপ্রাণ শরিফুল রাজের চরিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে। দৃশ্যে দেখা যায়, রাজ কোনোরকম কবুল বলেই বিয়ের মঞ্চ থেকে দৌড়ে ফুটবল মাঠে চলে যান!
এরআগে ‘দামাল’ এ রাজ-মিমের বর-কনে বেশের লুক প্রকাশ করেন নির্মাতা রায়হান রাফী। যা প্রকাশের পর বেশ সাড়াও ফেলে। ‘পরাণ’-এর পর ‘দামাল’ নিয়েও সমান আশাবাদী বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ। ২৮ অক্টোবর মুক্তি পেতে যাওয়া ছবিটি নিয়ে এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন তারা।
১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে শিশু সাহিত্যিক ফরিদুর রেজার সাগরের মূল গল্পে ‘দামাল’ বানিয়েছেন রাফী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ ছবিতে মিম-রাজ ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাসির উদ্দিন খান, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা ও বৃষ্টি।
ঠিকানা/এসআর