পরিণতি

আবুল বাশার :

আজ তোমার কাল আমার
এটাই জগৎ রীতি
তাই তো শুদ্ধ অঙ্ক কষে
করতে হয় যে প্রীতি।

যথায় তথায় নাক গলালে
ফাটে নাকের বাঁশি
লেজ গুটিয়ে দৌড়াতে হয়
কাশতে খুকখুক কাশি।

এমনি তরো হাজার রকম
অভিজ্ঞতা আছে
গায় মানে না আপনি মোড়ল
লেজটা হারায় পাছে।

আমটা হারায় বস্তা হারায়
হারায় পুঁজিপাট্টা
সুজনরা সব ছি ছি করে
বন্ধুরা দেয় টা টা।

যেজন নিজকে চালাক ভাবে
পরকে ভাবে বোকা
নিজের কাছে নিজেই তিনি
খায় যে দারুণ ধোঁকা