পরিনীতির ‘ভয়ঙ্কর’ আত্মবিশ্বাস!

পরিনীতি চোপড়া ও অক্ষয় কুমার অভিনীত ‘কেশরি’ মুক্তি পাবে ২১ মার্চ। ছবিটি নিয়ে মোটেও চিন্তা নেই তাদের! কারণ তাদের আত্মবিশ্বাস এই ছবিটির গল্পের প্রেমে পড়বে দর্শকরা। এই আত্মবিশ্বাসকে অনেকেই ভয়ঙ্কর বলে আখ্যায়িত করেছেন।
চলচ্চিত্রটি নিয়ে পরিনীতি বলেছিলেন, ‘প্রতিটি সিন শ্যুট করার আগে আমি অনুরাগকে অজস্র প্রশ্ন করতাম। যাতে আমি চরিত্রটির বাইরে না বেরিয়ে যাই। যতটা সম্ভব চরিত্রটিকে বাস্তব করে তোলার চেষ্টা করেছি আমি।’
এ দিকে পরিনীতির সম্প্রতি শেয়ার করা একটি টুইটের ছবিতে দেখা যাচ্ছে, পরিনীতি একটি দু-হাজার টাকার নোট অক্ষয়ের হাতে তুলে দিচ্ছেন। ক্যাপশনে লেখা, ‘একটি সংবাদপত্র আমাকে এমনটাই করতে বলেছিল।’ অক্ষয় ছবিতে থাম্বস আপ দেখিয়েছেন। ছবিটি একটি চার্টার্ড ফ্লাইটের মধ্যে তোলা। ওই উড়ানে চেপেই কেশরির তারকারা দ্য কপিল শর্মা শোতে হাজিরা দিতে গিয়েছিলেন বলে মনে করা হয়। কারণ সেখানে যে টি-শার্টটি অক্ষয় পরেছিলেন সেই একই শার্ট পরে তাকে ছবিতে দেখা গেছে।
নিজেদের অভিনীত আগামী ছবি কেশরির প্রচারে পরিনীতি ও অক্ষয় কুমার দ্য কপিল শর্মা শোতে গিয়েছিলেন। সেখানেই পরিনীতি বলেন, ‘শুটিংয়ের মাঝে পোকার এবং লুডো খেলতে গিয়ে তিনি অক্ষয় কুমারের কাছে বেশকিছু টাকা হেরেছেন। কিন্তু সেই টাকা অক্ষয়কে দেওয়া হয়নি।’
অনুরাগ সিং পরিচালিত কেশরি ১৯৭১ সালের সরগরহি’র যুদ্ধের ঘটনার ওপরে ভিত্তি করে তৈরি। অক্ষয় কুমার এখানে হাবিলদার ইশর সিংয়ের চরিত্রে। যিনি ব্রিটিশ আর্মির একজন সৈন্য ছিলেন এবং একাই ১০ হাজার আফগান আক্রমণকারীর বিরুদ্ধে লড়াই করেছিলেন।