আশামনি :
কিংকর্তব্যবিমূঢ়
অনেকগুলি বছর অতীত
বাস্তবতার সাথে অপ্রাসঙ্গিক বোঝাপড়া
কখন চললাম কখন থামলাম মনে নেই।
সময় দ্রুত অতিক্রম করছে
অভ্যাসের দাসে মুহূর্তকাল
সুরের সাথে লয়ের
অনাবশ্যক তর্ক
ক্ষোভ নিজের পরস্পরবিরোধী সত্তার প্রতি
আবিষ্কার করলাম
রাত দিনের পরিপূরক,
শূন্যতা এবং পূর্ণতা।
হিসাব পুঙ্খানুপুঙ্খ।
তথ্যগত প্রথা আমি মানি না।
নিয়মের বশ্যতা স্বীকার করে এখন
করতে পারি বিভাজন,
ভুল করেছি নিশ্চিত নয়
তেমনি অনিশ্চিত ঠিক।
তবু আমি বারংবার নতজানু
তোমার বিকল্প কেবল তুমি
অতীন্দ্রিয় অনুভবে সে ডাকে
বিবস্ত্র হয় সম্ভ্রম
অহমিকা ভূলুণ্ঠিত হয়
অনিশ্চিত গন্তব্যে।