পরিবারসহ দেশে ফিরলেন সাকিব আল হাসান

ছবি: সাকিবের ফেসবুক থেকে নেওয়া

ঠিকানা অনলাইন : কানাডা থেকে পরিবারসহ দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আজ ২৭ জুন (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশে ফেরার খবর নিশ্চিত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সংবাদমাধ্যম থেকে জানা যায়, নিজ জেলা মাগুরায় স্ত্রী-সন্তানদের নিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপন করবেন সাকিব। গত ঈদেও সাকিব মাগুরাতে ছিলেন। ঈদের দিন ব্যাট হাতে পাড়ার ক্রিকেটে খেলতে দেখা যায় তাকে।

ঈদ পালন শেষে ১ জুলাই থেকেই বাংলাদেশ দলের অনুশীলন শুরু হচ্ছে। দলের সাথে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে যোগ দেবেন সাকিব। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৫ জুলাই।

ঠিকানা/এম