
চিত্রনায়িকা পরীমণি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তিনি দীর্ঘদিনের প্রেমিক তামিমের সঙ্গে বাগদান সম্পন্ন করেন। জানা যায়, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।
চিত্রনায়িকা পরীমণি বলেন, কোনো এক ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন তাদের বিয়ে হবে। তিনি বলেন, দুই পরিবারের উপস্থিতিতে বাসায় বসে বাগদান হয়। এখনও অনেক প্রোগ্রাম বাকি রয়েছে। সেগুলো সবাইকে সঙ্গে নিয়ে করতে চাই। বিয়ের জন্য আমার আর একটু পরিপক্বতা লাগবে। তামিম হাসান একটি জাতীয় দৈনিকে বিনোদন প্রধানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া একটি বেসরকারি রেডিও স্টেশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘লাভগুরু’র উপস্থাপক।
২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেম আর ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি তাদের বাগদান সম্পন্ন হয়। যদিও পরীমণি ও তামিম অনেক আগেই গোপনে বিয়ে করেছেন বলে গুঞ্জন শোনা যায়।