পর্দা নামলো ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের

ঠিকানা অনলাইন : স্বর্ণপামজয়ীর নাম ঘোষণার মাধ্যমে ফ্রেঞ্চ রিভিয়েরার কান শহরে টানা ১২ দিনের জমকালো আসরের পর্দা নামে ২৭ মে (শনিবার) রাতে। এবার স্বর্ণপাম জয়ের লড়াইয়ে ছিল ২০টি চলচ্চিত্র এবং একটি প্রামাণ্যচিত্র। সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন পট অউ ফেউ’র নির্মাতা ত্রান অ্যান হুং। জাপানি অভিনেতা কোজি ইয়াকুশো সেরা অভিনেতা হন। উইম ওয়েন্ডার্সের পারফেক্ট ডে’স সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হন।

নুরি বিলগে জিলানের অ্যাবাউট ড্রাই গ্রাস চলচ্চিত্রে অভিনয়ের জন্য তুর্কি অভিনেত্রী মেরভে দিজদার সেরা অভিনেত্রী হয়েছেন। গত ১৬ মে মঙ্গলবার সন্ধ্যায় ফরাসি শহর ‘পালে দে ফেস্তিভ্যাল’-এর গ্র্যান্ড থিয়েটারে বসে ৭৬তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের জমকালো আসর। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেত্রী কিয়ারা মাস্ত্রোইয়ান্নি। তিনি গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের মঞ্চে স্বাগত জানান, জুরি সভাপতি রুবেন অস্টলান্ডসহ অন্য সদস্যদের।

উদ্বোধনী আসরে সম্মানজনক লাইফটাইম এচিভমেন্ট পুরস্কারের ভূষিত হন মার্কিন পরিচালক ও প্রযোজক মাইকেল ডগলাস।

ঠিকানা/এম