পর্যটক টানছে ‘ডিমপাহাড়’

বান্দরবান : সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ফুট উঁচু বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণপিপাসুদের মাঝে আকর্ষণীয় হয়ে উঠছে। সবচেয়ে বেশি নজর কাড়ছে থানচি-আলীকদম সড়কের মাঝখানে থাকা ‘ডিমপহাড়’ এলাকাটি।
জেলার থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা জানান, দেশের সবচেয়ে উঁচু পাহাড়ের ওপর থানচি-আলীকদম সড়কের মাঝপথে অবস্থিত ডিমপাহাড় এলাকাটি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করতে শুরু করেছে। কারণ ৩৩ কিলোমিটার সড়কপথজুড়েই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। রকমারি ফুল-ফলে আচ্ছাদিত সবুজ গাছগাছালিতে ঠাসা এ সড়কপথ। পিচঢালাই আঁকাবাঁকা পথে এসব দৃশ্য দেখে ভ্রমণপিপাসুরা মনের ভেতর স্পন্দন খুঁজে পান। পুরো সড়কপথের সঙ্গে যোগ হয়েছে সবুজ পাহাড় আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছোট ছোট পাড়া, গ্রামগুলোর বৈচিত্র্যময় মানুষের জীবনধারা ও পথচলা। তবে নিরাপত্তার ক্ষেত্রে এখনও বিপদমুক্ত নয়, এমন এলাকাগুলোতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা চৌকি কিংবা নিরাপত্তা ক্যাম্প বসানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। বগুড়া থেকে ভ্রমণে আসা পর্যটক আবদুল হালিম, রফিক উদ্দিন এবং মমতাজ খানম জানান, তারা তিন দিন আগে আলীকদম হয়ে থানচি উপজেলা সদরের সড়কপথ ভ্রমণ করেছেন এবং সেখানে তারা ডিমপাহাড় নামক স্থানে বিশ্রাম করে বেশ আনন্দ উপভোগ করেছেন। তারা আরও জানান, কেবল ডিমপাহাড় এলাকাটিই নয়, ৩৩ কিলোমিটার দীর্ঘ থানচি-আলীকদম উপজেলা সড়কের প্রতি ১০ কিলোমিটার পরপর একটি করে পথিক বা পর্যটকদের জন্য অস্থায়ী বিশ্রামাগারসহ নিরাপত্তা চৌকি নির্মাণ করা আবশ্যক। এসব নির্মিত হলে ভ্রমণপিপাসুরা এ সড়ক ব্যবহারে আরও আগ্রহ এবং স্বাচ্ছন্দ্যবোধ করবেন বলে তারা জানিয়েছেন।