পলা হার্ডের সঙ্গে ডেটিং করছেন বিল গেটস

ঠিকানা রিপোর্ট : মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিলিয়নেয়ার বিল গেটস সঙ্গী খুঁজছেন- এমন কথা ছড়িয়ে পড়েছে মানুষের মুখে মুখে। ইতিমধ্যে নতুন বান্ধবীর সন্ধান পেয়েছেন তিনি। ডেটিংও করছেন তার সাথে।
বিল গেটস তার ব্যক্তিগত সম্পর্ক বিশেষ করে বিয়ে এবং বিবাহবিচ্ছেদ নিয়ে ছিলেন খোলামেলা। কিন্তু এখন মনে হচ্ছে তিনি তার বর্তমান প্রেমের আগ্রহকে গোপন রাখার চেষ্টা করছেন। তবে ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় খবর বেরিয়েছে যে বিলিয়নেয়ারের একজন নতুন বান্ধবী রয়েছে। এই বান্ধবীর সিইও এবং ব্যবসায়িক জগতের সাথেও সম্পর্ক আছে। তার নাম পলা হার্ড। বয়স ৬০ বছর। তিনি ওরাকলের সিইও প্রয়াত মার্ক হার্ডের স্ত্রী।
মার্ক হার্ড অসুস্থতার কারণে ৬২ বছর বয়সে ২০১৯ সালে মারা যান। তিনি ওরাকলের আগে ২০১০ সাল পর্যন্ত হিউলেট-প্যাকার্ডের সিইও এবং প্রেসিডেন্ট হিসাবেও দায়িত্ব পালন করেন।
বিল গেটস বিধবা পলা হার্ডের সাথে ডেটিং করছেন। গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের একক ফাইনালে দুজনকে একসঙ্গে বসে থাকতে দেখা যায়। এরপরই তাদের প্রেমের বিষয়ে গুজব ছড়িয়ে পড়ে।
বিল গেটস এবং পলা হার্ড ডেটিং করছেন- এমন খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে পলা হার্ড এখন পর্যন্ত বিল গেটসের সন্তানদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেননি।
অবশ্য গেটস বা হার্ড কেউই প্রকাশ্যে তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি।
তিন বছর আগে গেটসের সঙ্গে তার স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চের বিবাহবিচ্ছেদ এবং জনসমক্ষে তা প্রকাশ করা হয়। দীর্ঘ ২৭ বছরের যুগল জীবনের অবসানের পর থেকে বিলিয়নেয়ার একাকী অস্বস্তি বোধ করছেন। তিন সন্তান থাকা সত্ত্বেও তিনি নতুন সঙ্গী খুঁজছিলেন।
বিবাহবিচ্ছেদের পর ২০২১ সালের ডিসেম্বরে একটি ব্লগ পোস্টে গেটস লিখেছিলেন, ‘মেলিন্ডা এবং আমি একসাথে আমাদের ফাউন্ডেশন চালিয়েছি এবং একটি ভালো নতুন কাজের ছন্দ পেয়েছি। তবে গত একটি বছর ব্যক্তিগতভাবে আমার জন্য দুঃখের ছিল- একথা আমি অস্বীকার করতে পারি না। পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো কখনো সহজ নয়, তা যাই হোক না কেন। এই চ্যালেঞ্জিং সময়ে আমার প্রিয়জনরা – বিশেষ করে আমার সন্তানেরা- কতটা প্রাণোচ্ছল বা সহনশীল ছিল তা দেখে আমি প্রভাবিত হয়েছি।’ তবুও সাম্প্রতিক দিনগুলোতে মাইক্রোসফ্ট প্রতিষ্ঠাতাকে মনের দিক দিয়ে আরও আশাবাদী বলে মনে হয়েছে। তিনি আবার ভালোবাসতে চান কিনা এমন প্রশ্নের জবাবে অকপটে বলেন, ‘অবশ্যই, আমি রোবট নই।’
বর্তমানে মিলিয়নেয়ার বিল গেটসের মোট সম্পদের মূল্য প্রায় ১১ হাজার ৭শ কোটি মার্কিন ডলার।