কানাডা’র ব্রিটিশ কলাম্বিয়া, ম্যানিটোবা, আলবার্টা ও সাস্কাচুয়ান প্রভিন্সগুলোকে একত্রে ‘ওয়েস্টার্ন কানাডিয়ান এলাকা’ বলা হয়। উন্নত জীবন ও কর্মসংস্থানের সুযোগ এই প্রভিন্সগুলোর প্রতি ইমিগ্রেশন প্রত্যাশিদের আগ্রহ দিন দিন বাড়ছে। এই চারটি প্রভিন্সেই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম (PNP) চালু আছে এবং ২০১৭ সালে কানাডা PNP প্রোগ্রামের মাধ্যমে মোট ৫১০০০ নতুন ইমিগ্রান্টকে অভিবাসী হওয়ার সুযোগ দেবে যেটা ২০১৬ সাল থেকে ৭% বেশি।
ব্রিটিশ কলাম্বিয়া:
এই প্রভিন্স তাদের British Columbia Provincial Nominee Program (BC PNP) এ আবেদন করার জন্য গত ফেব্রুয়ারির শুরু থেকে এখন পর্যন্ত মোট ২০৭৪ জনকে Invitations to Apply (ITAs) ইস্যু করেছে।এরমধ্যে অর্ধেকই হচ্ছে আন্তর্জাতিক ছাত্র যারা কানাডায় পড়াশোনা শেষ করেছে। BC PNP এর একটি সাব-প্রোগ্রামে আবেদন করলে আপনি Comprehensive Ranking System (CRS) এ অতিরিক্ত ৬০০ পয়েন্ট পেতে পারেন যেটা ITA পাওয়ার সম্ভাবনাকে বহুগুন বাড়িয়ে দেবে।
ম্যানিটোবা:
ম্যানিটোবার Manitoba Provincial Nominee Program (MPNP) নামে ইমিগ্রেশন প্রোগ্রামটি দুইভাবে বিভক্ত যথা মানিটোবায় অবস্থিত দক্ষ কর্মী ও বিদেশী দক্ষ কর্মী। উভয়েই ‘Expression of Interest’ (EOI) জমা দিতে পারে। সফল হলে MPNP নমিনেশন সার্টিফিকেট পাবেন।
আলবার্টা:
মার্চ মাসের মধ্যে Alberta Immigrant Nominee Program (AINP) শত শত ইমিগ্রেশন আবেদনপত্র নিস্পত্তি করেছে এবং এখন পর্যন্ত এ প্রদেশ থেকে এ বছর ১৩০০ আবেদনপত্র নিস্পত্তি করা হয়েছে। আলবার্টার ইমিগ্রেশন প্রোগ্রাম Express Entry প্রোগ্রাম থেকে সম্পূর্ণ আলাদা ও ভিন্ন একটি প্রোগ্রাম। এই মুহূর্তে আলবার্টা Federal Express Entry system এর মাধ্যমে কোনো আবেদনপত্র গ্রহণ করছেনা।
সাস্কাচুয়ান:
১ এপ্রিল, ২০১৭ থেকে Saskatchewan Immigrant Nominee Program (SINP) এর দুটি সাব ক্যাটাগরি International Skilled Worker: Saskatchewan Express Entry এবং International Skilled Worker: Occupation In-Demand স্ট্রিম এ আবেদনকারীকে ৩০০ কানাডিয়ান ডলার আবেদনপত্র ফি জমা দিতে হবে। ২০১৫ সালে শুরু হওয়া এই প্রোগ্রামগুলো কিছুদিন পর পর অনেকবার ওপেন করা হয়েছে। সাধারণত ওপেন হওয়ার কয়েকদিনের মধ্যেই এই কোটা পূরণ হয়ে যায় এমনকি কয়েকঘন্টার মধ্যে কোটা পূরণ হয়ে যাওয়ার রেকর্ডও আছে। আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখলে খুব সহজেই এই প্রোগ্রামগুলোর মাধ্যমে কানাডায় ইমিগ্রান্ট হওয়া যায়।
কানাডায় বসবাস করা এবং নতুন আসা ইমিগ্রান্টদের মধ্যে একটি বড় অংশ নতুন জীবন শুরু করার জন্য পশ্চিম কানাডাতে চলে যাচ্ছে। আর প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলো (PNPs) পশ্চিম কানাডার জনসংখ্যা বৃদ্ধিতে মূল চালিকাশক্তি হিসেবে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে।