ঠিকানা অনলাইন : বিশ্বকাপ শুরুর আগ মুহুর্তে কাতারের মানবাধিকার নিয়ে সমালোচনাকারীদের একহাত নিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। এ সময় পশ্চিমা সমালোচনাকে ‘ভন্ডামি’ বলে মন্তব্য করেছেন তিনি।
কাতারে মানবাধিকার নিয়ে পশ্চিমা সমালোচনাকে ‘ভন্ডামি’ বলে উড়িয়ে দেন ফিফা প্রধান। এ সময় কাতারের কর্মকর্তারা বলেন, তাদের দেশ ‘দ্বিমুখী আচরণ’ ও ‘বর্ণবাদের’ শিকার। তারা (সমালোচকরা) এখানকার কাজের পরিবেশ ও নিরাপত্তার সংস্কারের দিকে ইঙ্গিত করছে যেটি এই অঞ্চলে যুগান্তকারী হিসেবে স্বীকৃতি পেয়েছে।’
আজ বিশ্বকাপের উদ্বোধনকে সামনে রেখে আগেরদিন ১৯ নভেম্বর শনিবার দোহায় এক সংবাদ সম্মেলনে ইনফ্যান্তিনো কাতারের সামলোচনাকারীদের উদ্দেশ্যে বলেন, একতরফা এই নৈতিকতার শিক্ষা এক ধরনের ভন্ডামি। আমি আপনাকে জীবনের কোন শিক্ষা দিতে চাই না। তবে এখানে যা হচ্ছে তা খুবই অন্যায়।’
সুইজারল্যান্ডের ইনফান্তিনো বলেন,‘ অন্যকে নৈতিক শিক্ষা দেয়ার আগে আমরা ইউরোপীয়রা বিগত ৩ হাজার বছর ধরে যা করে আসছি তার জন্য আমাদের পরবর্তী ৩ হাজার বছর ক্ষমা চাওয়া উচিৎ।’
কাতার বিশ্বকাপ নিয়ে সমালোচনা বন্ধ করার আহ্বান জানিয়ে ফিফা সভাপতি বলেন, ‘সারা বিশ্ব ফুটবল একত্রিত হয় বিশ্বকাপে। দয়া করে এটাকে আপনারা আর বিভক্ত করবেন না। কোনো সমালোচনা করতে হলে ফিফার ব্যাপারে করুন, আমাকে নিয়ে সমালোচনা করুন, কাতারকে বা ফুটবলারদের নিয়ে নয়। তাদের খেলায় মনোযোগ দিতে দিন।’
ঠিকানা/এসআর