ঠিকানা অনলাইন : ‘হাউসফুল’ সাজিদ নাদিয়াদওয়ালার অন্যতম সফল সিনেমা ফ্র্যাঞ্চাইজি। হাউসফুলের যে ৪টি সিনেমা মুক্তি পেয়েছে তার সব অভিনেতাকে এবার এক সিনেমাতেই নিয়ে আসতে চলেছেন তিনি। জানা গেছে, অনেক দিন ধরেই এ চেষ্টায় ছিলেন সাজিদ।
হাউসফুলের প্রথম চার সিনেমার দুর্দান্ত সাফল্যের পর এবার হাউসফুল ৫ তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। সিনেমার নায়ক কারা হবেন তা মোটামুটি সেরে ফেলেছেন তিনি। এই সিনেমার কাস্টিং হতে চলেছে রীতিমতো মাল্টিস্টাররা। সিনেমায় প্রথম হাউসফুল-এর দুই তারকা অক্ষয় কুমার ও রীতেশ দেশমুখ তো থাকছেনই। পাশাপাশি দেখা যাবে আরও তিন তারকাকে।
‘হাউসফুল ৫’-এ আরও দেখা যেতে পারে জন আব্রাহাম, অভিষেক বচ্চন ও ববি দেউলকে। সাজিদের হাউসফুল ৫-এ সবাই কাজ করতে রাজি হয়ে গিয়েছেন বলেই জানা গেছে। কিন্তু পরিচালনা কে করবেন, সেটা নিয়ে চলছে জোর জল্পনা।
তবে সাজিদের পছন্দের পরিচালক ফারহাদ সামজি। এর আগেও ‘হাউসফুল ৪’ পরিচালনা করেছিলেন তিনি। তাই ‘হাউসফুল ৫’ পরিচালনার ভার ফারহাদের কাঁধেই দিতে চান সাজিদ নাদিয়াদওয়ালা। তবে শুধু নায়ক নয়, নায়িকাদেরও এক ছাদের তলায় আনার পরিকল্পনা তার। আগামী বছরই ফ্লোরে যাবে টিম ‘হাউসফুল ৫’।
ঠিকানা/এসআর