পাইলটের সিটের নিচে সাপ, জরুরি অবতরণ করল প্লেন

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : প্রায় ১১ হাজার ফুট উচ্চতায় উড়ছিল যাত্রীবাহী প্লেনটি। হঠাৎ নিজের সিটের নিচে গোখরা সাপ দেখতে পান পাইলট। প্লেনে সাপ আছে জেনে ভয়ে চুপ হয়ে যান সবাই। নেমে আসে পিনপতন নীরবতা। কয়েক মুহূর্ত যেন জায়গায় জমে গিয়েছিলেন সবাই। পরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার পাইলট রুডল্ফ ইরাসমাস ওই ফ্লাইটটি পরিচালনা করছিলেন। মাঝ আকাশে তিনি সাপটি দেখতে পান। যদিও ইরাসমাস প্রথমে ভেবেছিলেন যাত্রীরা ভয় পেয়ে যেতে পারে, তাই তাদের সাপটির কথা জানাবেন না। তবে শেষ পর্যন্ত নিরাপত্তা বিবেচনায় বিষয়টি তাদের জানানোর সিদ্ধান্ত নেন।

রুডল্ফ ইরাসমাস বলেন, কী ঘটছে তা আমার মস্তিষ্ক বুঝতে পারছিল না। প্রথমে মনে হয়েছিল পিঠে হয়তো ঠান্ডা কোনো পানির বোতল রয়েছে। আমি শার্টের ওপর শীতল অনুভূতি পাচ্ছিলাম। ভেবেছিলাম হয়তো বোতলের মুখ ঠিকমতো লাগানো হয়নি। কিন্তু যখন বাঁ দিকে ফিরে নিচের দিকে তাকাই, তখন দেখতে পাই গোখরা সাপটি আমার সিটের নিচে মাথা লুকিয়ে আছে। প্লেনটিতে চারজন যাত্রী ছিলেন।

ওরচেস্টার ফ্লাইং ক্লাবের দুই কর্মী বলেছেন, প্লেনে একটি সাপের উপস্থিতি টের পেয়েছিলেন তারা। এটি ধরার চেষ্টা করা হলেও সফল হননি। পরে ফ্লাইটটি জরুরি অবতরণ করানো হয়।

ঠিকানা/এনআই