পাকিস্তানকে বিশ্বকাপে নিষিদ্ধ চায় ভারত

স্পোর্টস ডেস্ক : নজিরবিহীনভাবে এবার ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানকে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ থেকেই নিষিদ্ধ করার জন্য আইসিসির ওপর চাপ তৈরি করতে যাচ্ছে। এই উদ্দেশ্যে তারা এরই মধ্যে একটি চিঠি খসড়া করে ফেলেছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। এই সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভায় এই চিঠি নিয়ে আলোচনা হওয়ার কথা। সেই সাথে ভারতের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে এই চিঠি নিয়ে কথা বলবে বিসিসিআই।

ক্রিকইনফো দাবি করেছে, এই চিঠিতে বিসিসিআই বলছে যে, ভারতীয় সরকার যেহেতু মনে করে যে, ভারতের অভ্যন্তরে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী আক্রমণে পাকিস্তানের সমর্থন আছে, তাই পাকিস্তানকে পুরো বিশ্বকাপ থেকেই নিষিদ্ধ করা উচিত। কাশ্মিরে সেনা বহরের ওপর হয়ে যাওয়া এই সাম্প্রতিক জঙ্গি হামলায় ৪২ জন ভারতীয় সৈনিক মারা গেছেন। বিপরীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান উপদেষ্টা ইমরান খান এই অভিযোগ আগেই অস্বীকার করেছেন। সেই সাথে তিনি বলেছেন, ব্যবস্থা নেওয়ার মতো কোনো প্রমাণ ভারতের হাতে থাকলে সেটা তাদের জানানোর জন্য। কাশ্মিরে এই হামলা হওয়ার পর থেকে পুরো ভারতে পাকিস্তানবিরোধী মনোভাব নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে।

পাকিস্তানের সঙ্গে বিভিন্ন বিভাগে সম্পর্ক ছিন্ন করা ও তার দাবি চলছে। এর সাথে সুর মিলিয়েছেন বেশ কিছু সাবেক ক্রিকেটারও। তারা বলেছেন, পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ ভারত যেন বয়কট করে। অনেকে দেশটিকে বিশ্বকাপে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করতেও বলেছেন।

সেই চাওয়ারই প্রতিফলন বিসিসিআইয়ের তৈরি করা এই চিঠি। ক্রিকইনফো জানাচ্ছে যে, এই চিঠিটি সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন’ (সিওএ)-এর চেয়ারম্যান বিনোদ রাইয়ের তত্ত্বাবধায়নে তৈরি হয়েছে। তিনিই প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল জহুরিকে নির্দেশ দিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন ও বিশ্বকাপের টুর্নামেন্ট ডিরেক্টর স্টিভ এলওয়ার্দিকে চিঠির প্রাপক করার জন্য। চিঠিটি এতদিনে পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু সিওএ-এর আরেক সদস্য দিয়ানা এদুলজির আপত্তিতে তা করা হয়নি। তিনি বলেছেন, বিসিসিআইয়ের মিটিংয়ে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আলাপ করার পরই এই চিঠি পাঠানো হোক।

রাই বা জহুরি এ নিয়ে মন্তব্য না করলেও এদুলজি তার অবস্থান সম্পর্কে বলেছেন, ‘আমরা এই বিষয়টি নিয়ে আলাপ করব যে, কী প্রক্রিয়া অবলম্বন করা যায় এবং কিভাবে সামনে এগোনো যায়। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আলাপ করব। আমরা দেখব, আগে এ রকম ক্ষেত্রে কী করা হয়েছে।’

তবে ভারতের এমন দাবির ক্ষেত্রে আইসিসির আসলে খুব বেশি কিছু করার নেই। কারণ, আইসিসি তার কোনো বিধানেই রাজনৈতিক কোনো কারণে কোনো দেশকে বিশ্বকাপে অংশ নেওয়া থেকে বিরত রাখতে পারে না। এমনকি ভারত যদি পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও বয়কট করতে চায়, সেটাও একটা আইনি জটিলতার বিষয় হবে।

আইসিসি জানিয়েছে, সে রকম কোনো ক্ষেত্রে ভারতকে যথেষ্ট যৌক্তিক কারণ দেখাতে হবে। তা না হলে ভারত ওই নির্দিষ্ট ম্যাচ বয়কট করলে আইসিসি তাদের টুর্নামেন্ট থেকে বের করে দেওয়ারও অধিকার রাখে।