পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ২৩

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা জেলার মারওয়ার এলাকায় স্থানীয় সময় রোববার ওই দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রথমে একটি খনিতে গ্যাসের বিস্ফোরণে ১৬জনে প্রাণহানি হয়। এর কিছু সময়ের মধ্যেই গ্যাসের বিস্ফোরণ পাশের আরেকটি খনি ধসে মারা যান আরও সাতজন।
দুটি দুর্ঘটনায় অন্তত ১৫ শ্রমিকের আহতের খবর পাওয়া গেছে। উদ্ধারকারীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত এতে ঠিক কতজন আটক পড়েছেন তা নিশ্চিত করে জানা যায়নি।
কর্তৃপক্ষ বলছে, কয়লা খনিতি মিথেন গ্যাস জমে যাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় কর্মকর্তা জাইয়েদ শাওয়ানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, মৃতদেহগুলো উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছি। তবে খুব গভীরে এগুলো থাকায় তা কঠিন হয়ে পড়েছে।
ওই কয়লা খনিতে কাজ করা শ্রমিকদের অধিকাংশই দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের শাংলা জেলা থেকে আসা বলে ডনকে জানিয়েছেন কর্মকর্তারা।
এর আগে ২০১১ সালে বেলুচিস্তানে কয়লা খনির গ্যাস বিস্ফোরণে ৪০জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।
পাকিস্তানের কেন্দ্রীয় খনি শ্রমিক ফেডারেশনের হিসেব অনুযায়ী, প্রতিবছর দেশটিতে কয়লা খনিতে দুর্ঘটনায় দুই শতাধিক শ্রমিকের প্রাণহানি ঘটে।