পাকিস্তানি অভিনেতা-গায়ক আলী জাফরের বিরুদ্ধে একাধিকবার যৌন হয়রানির অভিযোগ এনেছেন অভিনেত্রী-গায়িকা মিশা শফি। তিনি গত ১৯ এপ্রিল এক টুইটার পোস্টে লিখেছেন, ‘সবার সঙ্গে আমার ব্যক্তিগত যৌন হয়রানির অভিজ্ঞতা শেয়ার করে নরিব থাকার সামাজিক রীতিটা ভেঙে দিতে চাই। এ ব্যাপারে কথা বলা খুব সহজ নয়। কিন্তু তার চেয়েও কঠিন হলো নীরব থাকাটা। বিবেকবান মানুষ হিসেবে আমি আর নীরব থাকতে চাই না।’ এর সঙ্গে তিনি একটি পত্রও পোস্ট করেছেন। মিশা লিখেছেন, ‘আমি একজন সহকর্মীর কাছেই একাধিকবার যৌন নির্যাতনের শিকার হয়েছি। তিনি আলী জাফর। এ ঘটনাগুলো আমার তরুণী বয়সে ঘটেনি। যখন ঘটেছে তখন আমি পুরোপুরিভাবে ক্ষমতাশালী একজন নারী এবং দুই সন্তানের জননী।’ মিশা লিখেছেন, তিনি সাহসিকতা নিয়ে তার কাহিনীটি বর্ণনা করছেন এ জন্য যে, নতুন যারা আসছেন এবং যারা নিজের পায়ে দাঁড়াতে চান তারা যেন তার অভিজ্ঞতার কথা মনে করেন। মিশা বলেছেন, তার এই অভিজ্ঞতা তার এবং তার পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক। তবে তার কাছে মনে হয়েছে আলী তার আচরণে ও মনোভাবের দিক থেকে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আমি একা নই।’ তিনি এই বলে তার লেখা শেষ করেছেন, ‘আমাদের কণ্ঠ আছে, আমরা প্রতিবাদ করতে পারি।’ জবাবে আলী জাফর বলেছেন, ‘আমার বিরুদ্ধে আনা মিসেস শফির সকল ধরনের অভিযোগই আমি প্রত্যাখ্যান করছি। তিনি বলেছেন, তিনি সকল অভিযোগের জবাব দেবেন আদালতের মাধ্যমে। আলী জাফর নিজের বিবৃতিটি শেষ করেছেন এই বলে, ‘আমি মনে প্রাণে বিশ্বাস করি যে সত্য প্রতিষ্ঠিত হবেই।’
- বিজ্ঞাপন -