পাকিস্তানে ডন পত্রিকা নিষিদ্ধ

বিশ্বচরাচর ডেস্ক : পাকিস্তানের প্রাচীনতম ইংরেজি দৈনিক ‘ডন’ এর প্রকাশনা বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের একটি বিতর্কিত সাক্ষাৎকার প্রকাশ করায় এই নিষেধাজ্ঞা দেয়া হলো। ‘রিপোর্টাস উইদআউট বর্ডার (আরএসএফ)’ নামে সংগঠন এই খবর জানিয়েছে।
গত সপ্তাহে দেয়া সাক্ষাৎকারে নওয়াজ শরীফ বলেছিলেন, ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬ থেকে ২৯ নভেম্বরের সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সন্ত্রাসীরা অংশ নিয়েছিল। শরীফের বক্তব্যে দেশটির বেসামরিক সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এমনকি সামরিক বাহিনীতেও তৈরি হয় অসন্তোষ। এরই পরিপ্রেক্ষিতে গত দুই দিনে প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে দুটি বৈঠকে বসতে হয়েছে।
আরএসএফ-এর সংবাদ অনুসারে গত ১৫ মে থেকেই নিষেধাজ্ঞাটি কার্যকর হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর অসন্তোষের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে সংগঠনটি জানিয়েছে। ইন্ডিয়াটাইমস।