পাকিস্তানে বন্ধ হলো জিও নিউজ সম্প্রচার

বিশ্বচরাচর ডেস্ক : পাকিস্তানের অন্যতম প্রধান ও জনপ্রিয় টিভি চ্যানেল জিও নিউজের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে চ্যানেলটিকে বন্ধ করে দেয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদসূত্রে জানা গেছে।
পাকিস্তানি মিডিয়াতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবালের বরাতে জানায়, ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি থেকে চ্যানেলটি বন্ধ করা হয়নি। এ দিকে জিও নিউজের প্রধান নির্বাহী মীর ইব্রাহিম রহমান এ ঘটনার জন্য কাউকে দোষারোপ না করে বলেন, দেশের ৮০ শতাংশ জায়গায় আমাদের সম্প্রচার ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। মার্চ মাসের প্রথম সপ্তাহে পাকিস্তানের সেনানিবাস, সেনাবাহিনী নিয়ন্ত্রিত আবাসিক এলাকা ও সরকারি ভবনগুলোতে জিও নিউজের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। এরই ধারাবাহিকতায় এবার জিও টিভির সব চ্যানেল ক্যাবল অপারেটর থেকে বন্ধ করে দেয়া হলো।
ধারণা করা হচ্ছে, পাকিস্তানকে সন্ত্রাসে অর্থ যোগানদাতা দেশের তালিকাভুক্তির সংবাদ গুরুত্ব সহকারে প্রকাশ ও সেনাবাহিনীর সমালোচনা করে সংবাদ প্রকাশ করায় দেশটির ক্ষমতাশালী সেনাবাহিনী চ্যানেলটি বন্ধ করে দিয়েছে। সূত্র : ইয়ন নিউজ।