পাকিস্তানে বুরহান ওয়ানির ছবি সংবলিত ডাক টিকিটি

বিশ্বচরাচর ডেস্ক : জম্মু ও কাশ্মিরে বিদ্রোহী নেতা বুরহান ওয়ানির স্মৃতিতে ডাক টিকিট প্রকাশ করল পাকিস্তান। এতে লেখা রয়েছে, বুরহান ওয়ানি (১৯৯৪-২০১৬), স্বাধীনতার আদর্শ। ডাক টিকিটটিতে বুরহানের লাশ নিয়ে বিক্ষোভ প্রদর্শনের ছবি রয়েছে। পাকিস্তানি মুদ্রায় ৮ রুপিতে বিক্রয় হচ্ছে এটি। এ ছাড়াও তাকেসহ কাশ্মিরের বিভিন্ন ঘটনা নিয়ে মোট ২০টি ডাক টিকিট প্রকাশ করেছে পাকিস্তানের ডাক বিভাগ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এর খবর অনুযায়ী, গত ২৪ জুলাই কাশ্মির দিবস উপলক্ষে করাচির পাক ডাক বিভাগের সদর দফতর থেকে ওই ডাক টিকিট প্রকাশ করা হয়। বিভিন্ন অনলাইন সংস্থায় পাওয়া যাচ্ছে সেগুলো। পাকিস্তানি মুদ্রায় ২০টি ডাক টিকিটের দাম পড়েছে মোট ৫০০ টাকা।