পাকিস্তানে ৩ সিনিয়র সেনা কর্মকর্তাকে বরখাস্ত

জেনারেল আহমেদ শরীফ চৌধুরী

ঠিকানা অনলাইন : ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গত মে মাসে গ্রেপ্তার হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। যদিও তিনি দুই দিনের মাথায় জামিনে মুক্তি পান তবে তার গ্রেপ্তার ঘিরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে।

আজ ২৭ জুন (মঙ্গলবার) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের গ্রেপ্তার ঘিরে সহিংস সংঘর্ষ এড়াতে ব্যর্থ হওয়ার দায়ে তিনজন সিনিয়র সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের ঘোষণা প্রকাশ্যে দেওয়া হলেও তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

রাওয়ালপিন্ডিতে সোমবার বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান জুড়ে সহিংসতার জন্য ইমরানের সমর্থকদের দায়ী করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় পাঁচ হাজারের বেশিজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও পরবর্তীতে অনেককে ছেড়ে দেওয়া হয়।

এদিন জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সংবাদ সম্মেলনে আরও বলেছেন, আমাদের খুঁজে বের করতে হয়েছে আসলে কী ভুল হয়েছে। তিনি জানান, আরও ১৫ জন কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে।

ঠিকানা/এম