মুক্তারা বেগম নদী :
অদ্ভুত এক অনুভূতি জ্বালিয়ে-পুড়িয়ে
ছারখার করে দেয়। বলোনি কিছুই, তবু,
বুকের ভেতরে তোলপাড়
ঢেউয়ের পরে ঢেউÑনিয়ে যাচ্ছে আমাকে কোথাও; নিরুদ্দেশে…
তোমাকে দেখার ইচ্ছের তীব্রতা, আকণ্ঠ পিপাসাÑ
আমাকে জড়িয়ে রাখে, ছায়া ধরে অন্ধকার সমুদ্রে সাঁতরাই
তোমাকে ছোঁবে তাই তুমুল অস্থির দু’হাতের দশটি আঙুল;
তারপর ভুল! …ফিরে আসি নিজের ভেতরেÑমর্গের মৌনতা ঘরে!
তোমাকে পাব না জানি; কেন তবু পাওয়ার আকুলতা
ঘুঙুরের মতো স্পর্শের মন্ত্র বাজে কানে
একি প্রেমÑতোমার হাসিতে বাড়ে বুকের কাঁপন
চোখ পড়লেই নত চোখ; ভেসে যায় জলে?
তোমাকে পাব না জেনেও তবু যে পাই
কীভাবে তা ভুলে যাব; কীভাবে হারাই!