পাবনার প্রাচীনতম বিদ্যাপীঠ আরএম একাডেমির প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ২৮ এপ্রিল থেকে

ঠিকানা রিপোর্ট : আগামী ২৮ ও ২৯ এপ্রিল পাবনা শহরে অনুষ্ঠিত হতে চলেছে শহরে অবস্থিত প্রায় দেড়শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষানিকেতন রাধানগর মজুমদার একাডেমির প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান।
প্রতিষ্ঠাকালীন সময় হতে সম্ভবত এটাই প্রথম প্রাক্তন ছাত্র পুনর্মিলনী সমাবেশ। আর তাই শুধু পাবনা শহর বা জেলাতেই নয় সারা বাংলাদেশের সীমানা পেরিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এ স্কুলের প্রাক্তন ছাত্ররা বিপুল উৎসাহে সাড়া দিয়ে এ ঐতিহাসিক আয়োজনের সফলতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছে। উল্লেখ্য, পাবনা শহরের রাধানগর পাড়ার বিদ্যানুরাগী বিত্তশীল জমিদার দ্বারকানাথ মজুমদার ১৮৭০-৭১ এ জেলার দরিদ্র বিদ্যার্থীদের জন্য পাবনা জেলায় প্রথম একটি ‘অবৈতনিক মধ্য বাংলা বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন। ১৮৯৯ সালে জমিদার দ্বারকানাথ মজুমদার প্রতিষ্ঠিত সেই অবৈতনিক বিদ্যালয়টি ‘রাধানগর মজুমদার একাডেমি’ নামে উচ্চ ইংরেজি বিদ্যালয়ে রূপান্তর হয়ে পাবনা এডওয়ার্ড কলেজের দক্ষিণ পূর্ব কোণে এবং শহরের মাঝ দিয়ে একদা প্রবাহিত ইছামতি নদী নামের শান্ত ¯িœগ্ধ জলধারার পশ্চিম তীরে জমিদারদের দান করা জমির উপর নির্মিত একটি দোতলা দালানসহ সুন্দর এক স্কুল বিল্ডিংয়ে প্রতিষ্ঠা লাভ করে। ১৮৯৯ সালে উচ্চ ইংরেজি বিদ্যালয় রূপে চালুর পরবর্তী প্রায় একশ বিশ বছরের মধ্যে স্কুলটির প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানের কোনো ইতিহাস পাওয়া যায় না। ইতিপূর্বে স্কুলটির শতবর্ষ পূর্তি উপলক্ষে ২০০০ সালের দিকে একবার এরূপ একটি উদ্যোগ নেওয়া হলেও সেটি বাস্তবায়ন আর হয় নাই। তবে সে সময় এ স্কুলের শতবর্ষের ইতিহাস সম্বোলিত শতাব্দীর বিদ্যাপীঠ ‘রাধানগর মজুমদার একাডেমি’ নামে এক ঐতিহাসিক দলিল সম্পাদনা করেন পাবনার ঐতিহ্য আর কীর্তি নিয়ে গবেষক এ স্কুলেরই একজন কৃতি প্রাক্তন ছাত্র অধ্যাপক মনোয়ার হোসেন জাহেদী। সাতচল্লিশ পরবর্তী সময়কালে এ স্কুলের প্রাক্তন খ্যাতিমান ছাত্রদের মধ্যে কয়েকজন হলেনÑ কবি বন্দে আলী, ‘আলোকিত মানুষ চাই’ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বিশিষ্ট চিকিৎসক ও ঢাকা কমিউনিটি হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার কাজী কামরুজ্জামান মুক্তা এফ আর সি এস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক অরুন বসাক, বাংলাদেশ সরকারের দু’দফায় প্রতিমন্ত্রী সুবক্তা ও দক্ষ পার্লামেন্টারিয়ান মরহুম ফজলুর রহমান পটল, পাবনা চেম্বার অব কমার্স এর প্রাক্তন সভাপতি পাবনা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আফজাল হোসেন, দুর্নীতি দমন কমিশনের পরিচালক সাহাবুদ্দিন চুপ্পু। ১০ এপ্রিল ছিল রেজিস্ট্রেশনের শেষ তারিখ। ঐদিন পর্যন্ত দেশ ও বিদেশ থেকে তিন হাজারের বেশি প্রাক্তন ছাত্র ইতিমধ্যে রেজিস্ট্রেশন সম্পাদন করেছে। সুদূর আমেরিকা থেকে প্রাক্তন ছাত্র যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের মধ্যে আছেন ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, ডালাসে বসবাসরত মেজবাহউল কবির মনজু, মোরতুজা করীম কামাল প্রমুখ।