পারিবারিক সহিংসতা! সুখের আশায় বাঁধিনু যে ঘর…

ঠিকানা রিপোর্ট: জৈবিক প্রয়োজন মিটানো ছাড়াও সুখের আশায় সিটিবাসীরা যে সকল নীড় রচনা করেছিলেন সাম্প্রতিক বছরগুলোতে তার উল্লেখযোগ্য অংশই অনলে পুড়ে ছাই-ভস্মে পরিণত হয়েছে। মূলত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এবং আর্থিক সচ্ছলতা লাভের সিটির অধিকাংশ মহিলাই ঘর-গৃহস্থালী কাজকর্মের বাইরে নানা ধরনের অর্থোপার্জনকারী কর্মকান্ডে ক্রমবর্ধিষ্ণু হারে জড়িয়ে পড়েছে। অথচ আয়-উপার্জন বৃদ্ধির পাশাপাশি দুর্ভাগ্যক্রমে অনেক পরিবারেই রাহুর পদচারণা ঘটেছে এবং অনেক সাজানো সুখের সংসার বিচ্ছেদের আগুনে পুড়ে শ্মশানে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে নিউ ইয়র্ক সিটিতে পারিবারিক পর্যায়ে মনোমালিন্য, ঝগড়া বিবাদ ও সহিংসতা এতই মাথা চাড়া দিয়ে উঠেছে যে তা সামাল দিতে এবং ক্রমবর্ধিষ্ণু অভিযোগ তদন্তে সিটি পুলিশ প্রশাসন রীতিমত হিমসিম খেয়ে উঠেছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সিটি পুলিশ বিভাগ ডোমেস্টিক ভায়োলেন্স ( পারিবারিক সহিংসতা) ইউনিট নামক একটি স্বতন্ত্র ইউনিটও গঠন করেছে। ২০১৮ সালে গঠিত উক্ত ইউনিটের দায়িত্ব ৪৫০ জন কর্মকর্তার উপর ন্যস্ত করা হয়েছে বলেও জানা গেছে। ১৪ অক্টোবর নিউ ইয়র্ক সিটি পুলিশ প্রশাসনের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে অন্যান্য বছরের তুলনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ এবার পারিবারিক সহিংসতার ৪% বেশি অভিযোগ তদন্ত করেছেন।
নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ডোমেস্টিক ভায়োলেন্স ইউনিটের কমান্ডিং অফিসার ডেপুটী চীফ মার্টিন মোরালেস বলেন, ডোমেস্টিক ভায়োলেন্স তদন্ত কার্যক্রম ব্যবস্থা চালু হওয়ার পর ইউনিটের সদস্যগণ এল্ডার এবং চাইল্ড অ্যাবিউজসহ পারিবারিক সহিংসতার সর্বমোট ২ লাখ ১৬ হাজার ঘটনা তদন্ত করেছেন। প্রতি অক্টোবরে ডোমেস্টিক ভায়োলেন্স এওয়ারনেস মন্থ ( পারিবারিক সহিংসতা বিষয়ক সচেতনতা সৃষ্টি মাস) উপলক্ষে পুলিশ সদর দপ্তরে সপ্তদশ বার্ষিক ডোমেস্টিক ভায়োলেন্স কনফারেন্সে উপরোল্লেখিত তথ্য প্রদান করা হয়েছে। মোরালেস জানান, প্রতিবছর ৯১১ নম্বরে ডোমেস্টিক ভায়োলেন্স সংশ্লিষ্ট প্রায় ২ লাখ ৪০ হাজার কল পুলিশ বিভাগ পেয়ে থাকে এবং বছরে পারিবারিক বিষয়াদি সংশ্লিষ্ট ২ লাখ ৮০ হাজার প্রতিবেদন দাখিল করা হয়।
বাড়ির গোপনীয়তা বজায় রেখে সচরাচর রুদ্ধদ্বারে সংঘটিত পারিবারিক সহিংসতাজনতি অপরাধ মোকাবেলা করতে গিয়ে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের কর্মকর্তাদের বডি ক্যামেরাই প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে বলে কর্মকর্তাগণ জানান। মোরালেস বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, কম্পিত ও ভয়ার্ত কন্ঠে কোন আহত ভিকটিম ৯১১ নম্বরে কল করলে ভিডিওতে সামগ্রিক পরিস্থিতে ধারণ করা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। অকুস্থলে কোন অপরাধীকে পাওয়া গেলে, তারা সাধারণত বলে থাকেÑ হাঁ আমি তাকে আঘাত করেছি এবং ভিডিওতে আমাদের স্বীকারোক্তি রয়েছে। এ ধরনের পরিস্থিতিকে আটঘাট বেঁধে মামলা প্রস্তুত করা সহজ হয় এবং অপরাধীরদের অনেকটা নিশ্চিতভাবেই শাস্তি বিধান করা যায়।
পুলিশ কমিশনার জেমস ওনীল বলেন, ডোমেস্টিক ভায়োলেন্স ইউনিটের ৪৫০ জন সদস্যকে বাস্তবিকই অত্যন্ত কঠিন দায়িত্ব পালন করতে হচ্ছে। ওনীল বলেন, পরিষেবার জন্য পারিবারিক সহিংসতা সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় অতিমাত্রায় জটিল, আঘাতপ্রাপ্তি বিষয়ক এবং একান্তই ব্যক্তিগত বিষয়-আসয় বিধায় পুলিশ কর্মকর্তাগণকে মাঝে মাঝে অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাদের ঘাড়ে মূলত অবিশ্বাস্য ধরনের দায়িত্ব ন্যস্ত। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ সকল নিষ্ঠাবান কর্মকর্তা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও জানান যে চলতি বছরের শেষ নাগাদ ভ্রাম্যমান ১৭ হাজার ১ শ পুলিশ কর্মকর্তার সকলকে বডি ক্যামেরায় সুসজ্জিত করা হবে।