পার্সোনালিটি অ্যাওয়ার্ড পেলেন ৪ গুণী

‘পার্সোনালিটি অ্যাওয়ার্ড’-এ ভূষিত হলেন চার গুণী কিংবদন্তি শিল্পী। চারজন হচ্ছেন- একুশে পদকপ্রাপ্ত গীতিকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়িকা-নির্মাতা সুচন্দা, নৃত্য পরিচালক জিনাত বরকতউল্লাহ ও উপ-মহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লা। দেশের সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন শাখায় এবং সামাজিক কর্মকা-ে বিশেষ অবদান রাখার জন্য এ চারজনকে পার্সোনালিটি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। গত ২০ জুলাই রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের ব্যালকনি হলে ‘সাঁকো টেলিফিল্ম’-এর পক্ষ থেকে ‘সাঁকো টেলিফিল্ম পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। পার্সোনালিটি অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা এমপি।
ফের দাম্পত্য কলহে প্রভা!
আইরিন আর রেজা তাদের সংসার জীবন শুরু করে ৯ বছর আগে। তারও আগে তাদের ২ বছরের প্রেমের সম্পর্ক ছিল। ৯ বছরের সংসার জীবনে ঘর আলো করে এসেছে একমাত্র কন্যা নীল। কিন্তু তাদের যাপিত জীবন বর্তমানে বেশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। চলছে নিয়মিত ঝগড়া। তাদের মধ্যে এখন কেবল যাপনটাই আছে, জীবনটা আর নেই।
রেজার মনে হয় জীবনটাকে নতুনভাবে ভাবা হোক। এই ভেবে তিনি তার অফিসের নারী সহকর্মীর সঙ্গে ঘোরাঘুরি শুরু করে দেন। অন্যদিকে, আইরিনের সঙ্গে পরিচয় হয় এক ফটোগ্রাফারের। সে নীলের কিছু ফটোশুট করে। শুরু হয় তাদের জীবনের আরেকটি গল্প।
এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কুয়াশায় ঘেরা’।
নাটকটিতে আইরিন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা আর রেজা চরিত্রে এফ এস নাঈম। অন্যান্য চরিত্রে আরও আছেন মাজনুন মিজান, শ্যামস সুমন, পরিনীতা আলো, স্বাধীনতা প্রমুখ।
গৌতম কৈরীর চিত্রনাট্য নিয়ে ‘কুয়াশায় ঘেরা’ নির্মাণ করেছেন ইয়ামিন জুয়েল। হাবিবুর রহমান হাবিব প্রযোজিত এ নাটকটি এনটিভিতে প্রচার হবে ২০ জুলাই রাত ৯টা ৫ মিনিটে।