ঠিকানা অনলাইন : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পালাবদল প্রক্রিয়ায় আন্তরিকতার সঙ্গেই সহায়তা করছে হোয়াইট হাউস। তিনি বলেন, তারা এখন পর্যন্ত কোনো অসহায়তা করেনি। তার বিশ্বাস, পরিস্থিতি শেষ পর্যন্ত অপরিবর্তিত থাকবে। বিবিসি
২৩ নভেম্বর সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে পালাবদল প্রক্রিয়া। বাইডেন জানিয়েছেন, তার সঙ্গে এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো ধরনের কথা হয়নি। এমনকি তিনি ফোন করে অভিনন্দনও জানাননি। তবে পালাবদল প্রক্রিয়ায় কোনো সমস্যা হবে না বলেও মনে করেন বাইডেন।
নির্বাচনে বাইডেন জয়ী হওয়ার পর প্রথমে আনুষ্ঠানিক ক্ষমতার পালাবদলে রাজি ছিলেন না ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত তিনি হার স্বীকার করে এ ব্যাপারে রাজি হন।
বাইডেন মনে করছেন, হাতে যে দুই মাস সময় আছে, তা যথেষ্ট। হোয়াইট হাউসে গিয়ে করোনার ভ্যাকসিন সরবরাহের বিষয়ে দ্রুতই টাস্কফোর্সের সঙ্গে কথা বলার বিষয়ে আশা প্রকাশ করেন বাইডেন।
ঠিকানা/এনআই