ঠিকানা অনলাইন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে মেঘের রাজ্যখ্যাত সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ৫ অক্টোবর (বুধবার) সকালে এ ঘটনা ঘটে। হঠাৎ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকরা।
পর্যটন কেন্দ্রটিতে বেড়াতে যাওয়া প্রচুর সংখ্যক পর্যটক আটকা পড়েছেন। এদিকে, সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনীর একটি দল।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ (অপরাধ) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাতের বৃষ্টিপাতের কারণে সাজেক সড়কের পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে সড়ক যোগযোগ বন্ধ রয়েছে। বর্তমানে সড়কে যান চলাচলা স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনী।
ঠিকানা/এসআর