পিএসএলের প্লে অফে খেলবেন তামিম-মাহমুদউল্লাহ

ঠিকানা অনলাইন : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে অফে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের দুই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। মুলতান সুলতানসে খেলবেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। আর ক্রিস লিনের পরিবর্তে লাহোর কালান্দার্সে খেলবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

করোনার কারণে ১৫ মার্চের পর বন্ধ হয়ে যায় পাকিস্তান সুপার লিগের খেলা। লিগ পর্বের সব ম্যাচ শেষ হওয়ায় বাকি ছিল মাত্র ৪টি ম্যাচ। প্লে অফের সেই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পিএসএল কর্তৃপক্ষ।

১৪ থেকে ১৭ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে আসরের প্লে অফ এবং ফাইনাল। ১৪ নভেম্বর প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে করাচি কিংস এবং মাহমুদউল্লাহর মুলতান। একই দিন প্রথম এলিমিনেটরে লড়বে পেশোয়ার জালমি ও তামিমের লাহোর কালান্দার্স।

পরদিন দ্বিতীয় এলিমিনেটরে খেলবে কোয়ালিফায়ারের পরাজিত দল এবং প্রথম এলিমিনেটরের জয়ী দল। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।

এর আগে পেশোয়ার জালমিতে খেলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম। আর মাহমুদউল্লাহ খেলেছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে।

ঠিকানা/এনআই